ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভিজিডির ৩৬৫ বস্তা চালসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৫:১০, ২১ সেপ্টেম্বর ২০১৭

বগুড়ায় ভিজিডির ৩৬৫ বস্তা চালসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলায় দুস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৩৬৫ বস্তা চালসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলো-জহুরুল ইসলাম, শফিকুল, নুরুল ইসলাম ও মাসুদ। মঙ্গলবার রাত ও বুধবার দুপুরের কিছু আগে পুলিশের পৃথক অভিযানে ভিজিডির চালসহ তাদের গ্রেফতার হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। অবৈধভাবে ভিজিডির চাল কিনে বিক্রির জন্য সেখানে মজুদ করা হয়েছিল। জানা যায়, ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচীর আওতায় মহিলাবিষয়ক অধিফতরের আওতায় দুস্থ মহিলাদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। বগুড়ার ১২টি উপজেলায় প্রায় ২৫ হাজার দুস্থ মহিলা এই কর্মসূচীর আওতায় চাল পান। পুলিশ জানায়, সারিয়াকান্দির মথুরাপাড়া এলাকায় জুলফিকার নামে এক ব্যক্তি ভিজিডির বিপুল চাল মুজুদ করেছে, এমন সংবাদে পুলিশ মঙ্গলবার গভীর রাতে তার গুদামে অভিযান চালায়। এ সময় সেখানে ১৪২ বস্তা চালসহ ১ জনকে আটক করা হয়। গুদাম মালিক জুলফিকারের বাড়ি কুতুবপুর ইউনিয়নে। পুলিশের অভিযানের আগে সে পালিয়ে যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। অপরদিকে বুধবার দুপুরে দুপচা উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় এই চাল উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার গোয়ালমাথা এলাকার জহুরুল ইসলামের মিলঘর থেকে পুলিশ ২২৩ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছে। এ সময় গুদাম মালিক জহুরুল, শফিকুল ইসলাম ও নূরুল ইসলামকে গ্রেফতার করেছে।
×