ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রিটেন-সৌদি আরব সামরিক সহযোগিতা চুক্তি

প্রকাশিত: ০৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৭

ব্রিটেন-সৌদি আরব সামরিক সহযোগিতা চুক্তি

সৌদি আরব ও ব্রিটেন সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী দেশ কাতার ইউরোপীয় এ দেশ থেকে যুদ্ধবিমান ক্রয়ে একটি চুক্তি স্বাক্ষর করার মাত্র দু’দিন পর তারা এ চুক্তি করল। খবর এএফপির। মঙ্গলবার সৌদি বার্তা সংস্থা (এসপিএ) পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বন্দর নগরী জেদ্দায় সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক নিয়ে আলোচনার পর এ চুক্তি স্বাক্ষর করা হয়। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এসপিএ জানায়, বৈঠককালে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে প্রতিরক্ষা খাতে যৌথ সহযোগিতা বিষয়ে পর্যালোচনা করেন। তারা সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। ভারতের সিকিমে প্রবল বর্ষণ ॥ ভূমিধস ও বন্যায় মৃত ২১ ভারতের সিকিমে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন চাপা পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ আইটিবিপি এবং বর্ডার রোড অর্গানাইজেশন বিআরওর কয়েকজন সদস্য আছেন বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি ও সিনহুয়া। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টির কারণে উত্তর সিকিমের দুর্গম অঞ্চলে ভূমিধস এবং আকস্মিক বন্যায় ২৯ জন নিখোঁজ হন। এর মধ্যে উদ্ধার হয়েছে ২১ জনের মরদেহ, বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী ও আইএএফের উদ্ধারকর্মীরা। সরকারী কর্মকর্তারা জানান, ভূমিধসে সিকিমের উত্তরের চ্যাংথাং ও ম্যাঙ্গানের মাঝের মহাসড়কটির ৯টি স্থানে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনীর দুটি ও আইএএফের একটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত আছে। এ রাজ্যের লাচেন, লাচাং, চুংথাং, মাংগান, ডিকছু, সিংতাম, ও রাংপু নদী অববাহিকাকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার।
×