ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাহুলের আশাবাদ

সম্ভাবনাময় ভারত ও চীন আগামীতে বিশ্ব ব্যবস্থা পুনর্গঠন করবে

প্রকাশিত: ০৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৭

সম্ভাবনাময় ভারত ও চীন আগামীতে বিশ্ব ব্যবস্থা পুনর্গঠন করবে

কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বুধবার বলেছেন, ভারত ও চীনের গৃহীত কর্মপন্থা এবং কর্মদক্ষতাই নিরূপণ করবে বিশ্ব প্রধানত কিভাবে পুনর্গঠিত হবে। গান্ধী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পারস্পরিক যোগাযোগের সময় এ কথা বলেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক কর্মশক্তির সাফল্য রয়েছে। গান্ধী বলেন, দুটো বৃহৎ অভিবাসন ঘটছে। একটি সম্পূর্ণভাবে অবাধ এবং অন্যটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। দুটি ব্যবস্থা ভিন্নভাবে সাড়া দেয়। ভারত ও চীন, দুটিই বিশাল দেশ। দুটি দেশই কৃষিপ্রধান দেশ থেকে শহুরে, আধুনিক ও আদর্শ দেশে পরিণত হচ্ছে এবং দুটি দেশে রয়েছে বিশ্ব-জনসংখ্যার একটা বিশাল অংশ। তিনি প্রশ্ন রেখে বলেন, এ দুই দেশের দক্ষতায় কিভাবে বিশ্ব প্রধানত পুনর্গঠিত হচ্ছে? এটা আমার বলার বিষয় নয় যে, চীনকে গণতান্ত্রিক হতে হবে বা হতে হবে না। তারা তাদের পথ গ্রহণ করেছেন, আমরা আমাদের পথ গ্রহণ করেছি। কিন্তু বিশ্বের অত্যন্ত জনবহুল এ দুটি দেশের মধ্যে সহযোগিতা রয়েছে, রয়েছে প্রতিযোগিতা। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কিভাবে আমাদের কর্মসংস্থান করব। আমরা মূলত চীনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি। তিনি খোলাখুলিভাবে বলেন, ভারত তা সুষ্ঠুভাবে করছেনা। তিনি বলেন, চীন ওয়ানবেল্ট, ওয়ানরোড (ওবিওআর), এ দুই উদ্যোগে প্রবেশ করছে এবং দেশটির রয়েছে বিশ্বের জন্য একটা বিশেষ লক্ষ্য। তাদের প্রেক্ষাপটে এটা খুবই এক শক্তিশালী লক্ষ্য। গান্ধী ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন যার উত্তর তিনি খুঁজছেন। তিনি বলেন, ভারতের কি একই ধরনের লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি রয়েছে? সে দৃষ্টিভঙ্গি কেমন? আমাদের ও তাদের মধ্যে কতটা সহযোগিতা থাকছে? সামনে এগিয়ে যাওয়ার বিষয়েই মূলত রয়েছে প্রধান প্রশ্ন। কিন্তু একটা বিষয় অনুভব করা যায় যে, চীন সামনে অগ্রসর হচ্ছে প্রচ- শক্তি নিয়ে এবং আমাদের সেভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চাকরির সুযোগ সৃষ্টি ও শিক্ষা খাতে সহযোগিতার জন্য প্রচুর সুযোগ রয়েছে। তাই, আমি মনে করি দুই দেশের মধ্যে বিশেষ কর্মশক্তির সুযোগ রয়েছে। ভারত ঐতিহাসিক দিক থেকেও সম্পর্কের একটি ভারসাম্য বজায় রেখে আসছে।
×