ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অটো শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০১:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে অটো শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সড়কে অটো শ্রমিকদের উপড় সকল প্রকার চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ঠাকুরগাঁওয়ে মানবন্ধন, বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করেছে অটো শ্রমিকেরা। দুপুরে ঠাকুরগাঁও জেলা অটো শ্রমিক অধিকার আন্দোলন কমিটির আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, আহ্বায়ক ফরিদ আহামেদ, বেলাল, লাবু, খালেক, সাহাজাহান আলি ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, পরিবহন শমিকদের মধ্যে সংখ্যাগরিষ্ট হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশী অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছে এই অটোশ্রমিকরা। জেলায় ১৮ হাজার ইজি বাইককে বিভিন্ন সমাজকল্যাণের নামে মাসে ১ কোটি ৮০ লাখ এবং বছরে ২১ কোটি ৬০ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে যা নির্যাতনের শামিল। তাই অবিলম্বে অটো শ্রমিকদের উপর সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করার দাবি জানানো হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেড়্ওা করে এবং দশ হাজার শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যদের স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করে।
×