ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে তিন চাউল ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে তিন চাউল ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দোকানে সুষ্পষ্ট ও যথাযথ মূল্য তালিকা না থাকার দায়ে বুধবার গাজীপুরে জেলা শহরে চাউল ব্যবসায়ী তিন দোকানীকে ছয় হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিতরা হলেন- জয়দেবপুর বাজারের শিউলী ট্রেডার্স নামের দুইটি দোকানের মালিক নূরুল ইসলাম ও তার ছেলে বাচ্চু খন্দকার এবং মোজাম্মেল ট্রেডার্সের মো: মনির হোসেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ওই আদালত পরিচালনা করেছেন। গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে জয়দেবপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সুষ্পষ্ট ও যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ওই বাজারের শিউলী ট্রেডার্স নামের দুইটি দোকানের মালিক নূরুল ইসলামকে ৫০০ টাকা ও বাচ্চু খন্দকারকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল ট্রেডার্সের মনির হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
×