ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আতঙ্কে চলছে পুলিশ বিহীন মোবাইল কোর্ট

প্রকাশিত: ০১:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে আতঙ্কে চলছে পুলিশ বিহীন মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সম্প্রতি পুলিশ ছাড়াই চলছে অধিকাংশ ভ্রাম্যমান আদালত। পুলিশ চেয়েও যথাসময়ে না পেয়ে আনসার, এপিবিএন সদস্য কিংবা র‌্যাব সদস্যদের নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হচ্ছে বলে অভিযোগ জেলা প্রশাসনের। কিন্তু জেলা প্রশাসন যথাসময়ে পুলিশের চাহিদা না দেয়ার পাল্টা অভিযোগ করেছে পুলিশ প্রশাসন। গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, গাজীপুরের জয়দেবপুর থানার পাশে জেলা শহরের জয়দেবপুর বাজারে বুধবার এবং একই থানাধীন হোতাপাড়া এলাকায় মঙ্গলবার পুলিশ ছাড়াই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এপিবিএন সদস্য নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। পর্যাপ্ত পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া আতঙ্কের মধ্যে মোবাইল কোর্টের অভিযান চালাতে হয়। অনেক সময় জরিমানার পরিমান একটু বেশি হলেই ক্ষিপ্ত হন ব্যবসায়িরা, বিক্ষোভ মিছিলসহ মোবাইল কোর্টের উপরও চড়াও হন তারা। ২০১৬ সালের ২১জুন চার পুলিশ সদস্য নিয়ে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ভোক্তা আইনে অভিযান চালানোর সময় ব্যবসায়িদের হামলায় তিনি ও এক পুলিশ কনস্টেবল আহত হন। এসময় ব্যবসায়িরা তাদের গাড়িতেও হামলা চালিয়ে কাঁচ ভাংচুর করে। এরপর থেকে সহনীয় মাত্রায় জরিমানা করা হচ্ছে বলেন তিনি। তবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান জানান, জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার জন্য যথাসময়ে চাহিদাপত্র না দিলে তাদের পক্ষে চাহিবামাত্রই পুলিশ দেয়া সম্ভব হয় না। অপরদিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামের দাবি, পুলিশের বক্তব্য সঠিক নয়। গেল ঈদের ছুটির আগে (৩০আগস্ট) পরবর্তী এক মাসের মোবাইল কোর্ট পরিচালনার তারিখ ও ম্যাজিস্ট্রেটের নামের তালিকা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে, যার রিসিভ কপি আমাদের কাছে আছে। প্রতিমাসেই এমন তালিকা পাঠানো হয়।
×