ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমৃদ্ধ পুঁজিবাজারের জন্য সচেতনতা দরকার

প্রকাশিত: ২৩:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

সমৃদ্ধ পুঁজিবাজারের জন্য সচেতনতা দরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন বলেছেন, সমৃদ্ধ পুঁজিবাজারের জন্য বিনিয়োগকারীদের সচেতনতা দরকার। বিনিয়োগকারীরা সচেতন না হলে কোনো সংস্কার কাজে লাগবে না। তবে পুঁজিবাজারে সংস্কারের ফলে দেশি- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বুধবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বাংলাদেশ ম্যার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত বিনিয়োগ শিক্ষা কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির যেভাবে প্রবৃদ্ধি হয়েছে পুঁজিবাজারে সেভাবে প্রবৃদ্ধি হয়নি। উন্নত দেশের অর্থনীতির জিডিপিতে পুঁজিবাজারের অবদান অনেক বেশি।
×