ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলে শাকসবজি চাষে ২০ রুপি পাবেন রাম রহিম

প্রকাশিত: ১৮:৩০, ২০ সেপ্টেম্বর ২০১৭

জেলে শাকসবজি চাষে  ২০ রুপি পাবেন রাম রহিম

অনলাইন ডেস্ক ॥ ভারতে নিজের আস্তানায় দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড পাওয়া ‘বাবা’ রাম রহিম সিংকে জেলে শাকসবজি চাষ করতে হচ্ছে। এর বিনিময়ে তিনি দৈনিক ২০ রুপি পাবেন বলে জেলের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। রাম রহিম বর্তমানে হরিয়ানা রাজ্যের রোহতাক জেলে রয়েছেন। খবর এনডিটিভি’র হরিয়ানা কারাগারের মহাপরিচালক কে.পি সিং জানিয়েছেন, রাম রহিমের কক্ষের সামনে ৯শ’ বর্গফুটের জায়গা আছে। তিনি সেখানে সবজি চাষের প্লট তৈরি করছেন। এরপর সেখানে শাক-সবজি চাষ করবেন। তাকে অন্য কোনো কাজ দেওয়া সম্ভব হয়নি, কারণ তিনি সেগুলো পারেন না। যদিও তিনি তার ৮শ’ একরজুড়ে সাত তারকার হোটেল, তাজমহল, ডিজনে ওয়ার্ল্ড এবং আইফেল টাওয়ারের নকশায় ভবন তৈরি করেছিলেন। তিনি কাজে অদক্ষ হওয়ার জন্য তাকে দৈনিক মজুরি ২০ রুপি করে দেওয়া হবে। গুরমিত সিংকে দুই জোড়া স্লিপার স্যান্ডেল এবং দুটি বই দেওয়া হয়েছে, যে ব্যক্তি শত শত জোড়া বিভিন্ন বাহারি নকশার জুতা আর পোশাক পরে জীবন কাটিয়েছেন।
×