ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট সিরিজ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ যেদিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে সেদিনই সিলেটে বাংলাদেশ ও আফগানিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হবে। এ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ যুব দলের অধিনায়ক সাইফ হাসানই এমন আশাবাদ ব্যক্ত করেছেন। বলেছেন, ‘আফগানিস্তান ২৫ তারিখে আসছে। এরপর ২৮ তারিখ আমাদের প্রথম ওয়ানডে। সবমিলিয়ে প্রস্তুতিটা খুব ভাল। অনেকদিন থেকেই আমরা অনুশীলন করছি। এইচপির সঙ্গে ছয়টার মতো ওয়ানডে ম্যাচ খেলেছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লীগ খেলেছি। সবমিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভাল হয়েছে। ওয়ানডেতে আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।’ সঙ্গে যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। যেহেতু আফগানিস্তানের সঙ্গে খেলা, একটা চেষ্টা থাকবে হোয়াইটওয়াশ করা। অবশ্যই এটা থাকবে। তবে ওরা খুব ভাল দল। অনুর্ধ-১৯ দলে হলেও ভাল দল। তবে আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ওদের সঙ্গে জেতাটা খুব সহজ হয়ে যাবে। আমি মনে করি আমাদের দলটায় সবকিছু আছে। ব্যালেন্স একটা দল। ব্যাটিং খুব ভাল আছে। তারপর পেস বোলার যারা আছে আগের থেকে খুব ভাল আছে। স্পিনারও আছে কিছু খুব ভাল। আমাদের সব বিভাগেই ভাল আছে।’ বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে আফগানিস্তান যুব দল। ২৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৩০ সেপ্টেম্বর, ২, ৪, ও ৭ অক্টোবর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল আগামী বছর যুব বিশ্বকাপে অংশ নেবে। বিশ্বকাপটি হবে নিউজিল্যান্ডে। টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনও করছে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুর্ধ-১৯ বিশ্বকাপে খেলার আগে এ বছর নবেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপেও অংশ নেবে অনুর্ধ-১৯ দল। এ দুটি টুর্নামেন্টের আগে আফগানিস্তান যুব দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ। আফগানিস্তানও একই লক্ষ্যে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে। জাতীয় লীগের প্রথম ম্যাচে খেলেছেন অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। সাইফতো ঢাকা বিভাগের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন। কিন্তু বৃষ্টিতে খেলা আর হয়নি। তাই এখানেই থেমে থাকতে হয়েছে। সাইফ তবুও সন্তুষ্ট, ‘সন্তুষ্ট অবশ্যই। বৃষ্টি যদি না থাকতো ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম। আর ম্যাচে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। আর আত্মবিশ্বাস নিয়ে যেহেতু একটা সিরিজে খেলতে যাচ্ছি, আশাবাদী ভাল কিছু করতে পারব। পুরনো যারা আছে তারা চেষ্টা করবে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর। আর অবশ্যই নতুন যারা আছে তাদের সাহায্য করা। আর নতুনরা যাতে পারফর্ম করতে পারে সবার এই চেষ্টাই থাকবে।’ সিলেটে শুরুতে চারটি ওয়ানডে খেলা হবে। এরপর পঞ্চম ওয়ানডেটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। সাইফের দৃষ্টি অবশ্য যুব বিশ্বকাপেই, ‘বিশ্বকাপ আমাদের লক্ষ্য। কিন্তু আমরা একটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখন আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা করছি। এরপর সামনে এশিয়া কাপ আছে। স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই ইনশাল্লাহ বিশ্বকাপের আগে আমাদের দল পারফেক্ট হয়ে যাবে, আর আমরা ভাল কিছু করতে পারব।’
×