ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পান্ডিয়ার ছক্কা-রহস্য

প্রকাশিত: ০৪:৪৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

পান্ডিয়ার ছক্কা-রহস্য

স্পোর্টস রিপোর্টার ॥ লিকলিকে শরীর। ক্রিজে স্টান্স নেয়ার সময় মনে হয় এই ছেলে ব্যাটিং করবে কিভাবে? অথচ হারদিক পান্ডিয়া সপাটে চালান, রাঘব-বোয়াল সব বোলারদের হওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে আছড়ে ফেলেন। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলকে ঘোর বিপদ থেকে টেনে তুললেন পান্ডিয়া। সাত নম্বরে নেমে ৬৬ বলে খেলেন ৮৩ রানের দুর্দান্ত ইনিংস। মেরেছেন সমান পাঁচ করে চার ও ছক্কা। এর মধ্যে চলতি বছর প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন বলে ছক্কা হাঁকিয়েছেন। ৭ উইকেটে ২৮৩ রান তুলে বৃষ্টিবিঘিœত ম্যাচটা বিরাট কোহলির দল জিতেছে ২৬ রানে। গত বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই মাতিয়ে চলেছেন পান্ডিয়া। এমন হালকা শরীরে ২৩ বছর বয়সী টেলএন্ডারের ছক্কা হাঁকানোর সামর্থ্য দেখে বিস্মিত সবাই। তরুণ পান্ডিয়ার এই ছক্কা মারার রহস্য জানিয়েছেন সাবেক ভারতীয় তারকা কিরণ মোরে। স্থানীয় সংবাদ মাধ্যমকে মোরে বলেন, ‘টাইমিং, ব্যাট সুইং এবং ব্যাট স্পিড- এই তিনটি যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তা হলে বড় শট নিতে সমস্যা হয় না। হারদিক এই তিনটে বিষয়েই পুরো নম্বর পাবে। ওর মারা ছক্কাগুলো দেখেছেন? কোন সøগিং নয়, সব ব্যাটের মাঝখান দিয়ে মারছে। টাইমিংটাও একেবারে নিখুঁত।’ নিউ সেনসেশন অলরাউন্ডারের বিগ শট নেয়ার ক্ষমতার পেছনে আরও দুটি কারণের কথা বলছেন মোরে। এক, হারদিকের উচ্চতা। যা বল লিফট করার পক্ষে আদর্শ। দ্বিতীয়ত, অনুশীলন, ‘ও নেটে নিয়মিত বড় শট নেয়ার প্র্যাকটিস করে। ২৫০ থেকে ৩০০ বল মারে। সহজাত ক্ষমতার সঙ্গে পরিশ্রমের মিশেলের ফলই কিন্তু এই হারদিক।’ দেড় বছরে ২২ ওয়ানডে, ১৯ টি২০ খেলার পর সম্প্রতি টেস্টে সুযোগ পেয়েছেন। তিন ভার্সনেই সমান কার্যকর। পেস বোলিংটাও করেন মাথা খাটিয়ে। অনেকে বলেন, গ্রেট কপিল দেবের পর এত ভাল পেস বোলিং-অলরাউন্ডার আর পায়নি ভারত। ইনিংসের শুরুতে একে একে সাজঘরে ফেরেন ভারতের শক্তিধর ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ খেলোয়াড় আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, মনিশ পা-ে ও কেদার যাদব। এর মধ্যে ব্যাট হাতে ‘ডাক’ মারেন সুপার কোহলি ও মনিশ পা-ে। ওয়ানডে ইতিহাসে ভারতের তিন ও চার নম্বর ব্যাটসম্যানকে একই ম্যাচে ‘০’ রানে আউট হওয়ার মাত্র চতুর্থ ঘটনা এটি। ২১ ওভারে দলীয় ৮৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। মনে হচ্ছিল স্কোর দেড় শ’ও হবে না। তখনই পান্ডিয়ার ওই তান্ডব। অপর প্রান্তে ধৈর্যের সঙ্গে তাকে সঙ্গ দিয়েছেন বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক মহেন্দ্র সিং ধোনি (৮৮ বলে ৭৯)। ৩০ বলে ভুবনেম্বর কুমার করেন অপরাজিত ৩২। বৃষ্টির পর ২১ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬৪। ৯ উইকেটে ১৩৭Ñএ থামে স্টিভেন স্মিথের দল। কলকাতায় দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার।
×