ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাহমিনা আক্তার লিমা

এবারও বিদেশী তারকার মিছিল

প্রকাশিত: ০৪:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

এবারও বিদেশী তারকার মিছিল

আগের কোন আসরে এমনটা হয়নি। এবার দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ এবারই ভিন্নমাত্রা পাচ্ছে। কারণ, প্রথমবারের মতো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে ঢাকার বাইরে। এবার পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়া এবারই প্রথম ঢাকা ও চট্টগ্রামের বাইরে কোন ব্ভিাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ম্যাচ। প্রথম রাউন্ডের ৮ ম্যাচ আয়োজন করবে এই ভেন্যু। সিলেটের জন্য আরও সুখবর গত আসরে বাদ পড়া দলটি এবার সিলেট সিক্সার্স নামে আবার ফিরেছে বিপিএলে। আর ফেরার আসরেই ঘরের মাঠে ম্যাচ পাচ্ছে সিলেট। এর আগের চারটি আসরেই বিপিএল আয়োজক ছিল ঢাকা ও চট্টগ্রাম। এখনও দেড় মাস বাকি বিপিএল মাঠে গড়ানোর। ২ নবেম্বর শুরু হবে এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসর। ইতোমধ্যেই অংশগ্রহণকারী ৭ ফ্র্যাঞ্চাইজি দল গড়ে ফেলেছে। প্লেয়ার্স ড্রাফটে অবশ্য খুব বেশি চমক ছিল না আগেভাগেই দলগুলো নিজেদের উদ্যোগে দেশী-বিদেশী ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করার কারণে। গত শনিবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে মাত্র ১৫ বিদেশী ও ৫১ দেশি ক্রিকেটারকে দলে টানে ৭ ফ্র্যাঞ্চাইজি। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস এবারও শক্তিশালী দল গড়েছে। তবে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স পিছিয়ে নেই শক্তিমত্তায়। কাগজে-কলমের হিসেবে এবার বিপিএলে এ চারটি দলের মধ্যেই মূল লড়াই হবে শিরোপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেয়া ব্যাংক গ্যারান্টি মানি সময়মতো পরিশোধ করতে না পারা এবং শৃঙ্খলা বহির্ভূত মন্তব্যের কারণে এবারের আসরে অবশ্য বাদ পড়েছে বরিশাল বুলস। এবারও থাকছে বিপিএলে তারকাদের মিছিল। ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, সুনিল নারাইন, শোয়েব মালিক, রাইলি রুশো, এভিন লুইস, এ্যাঞ্জেলো ম্যাথুস, জস বাটলার, লুক রনকি, ড্যারেন সামিদের মতো আন্তর্জাতিক ক্রিকেটের তারকারা খেলবেন বিভিন্ন দলে। বিপিএল টি২০ ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম আসর মাঠে গড়াবে আগামী ২ নবেম্বর। এবার ফিরে এসেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি- সিলেট সিক্সার্স হিসেবে। তবে বাদ পড়েছে বরিশাল বুলস। সবমিলিয়ে ৭ দল নিয়েই এবার আয়োজিত হবে এ আসরটি। টুর্নামেন্টের প্রথম ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানও হবে সেখানেই। এই প্রথম ঢাকা ও চট্টগ্রামের বাইরে কোন ভেন্যুতে হতে যাচ্ছে বিপিএল। শনিবার রাজধানীর এক হোটেলে দিনব্যাপী প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল চূড়ান্ত করেছে ৭ ফ্র্যাঞ্চাইজি। এদিন সবমিলিয়ে ১৫ বিদেশী ও ৫১ দেশী খেলোয়াড়কে ড্রাফটের মাধ্যমে নেয়া হয়েছে। আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো করে বিদেশী অনেক খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছিল। তাই প্লেয়ার্স ড্রাফটে খুব বেশি বিদেশী ক্রিকেটারকে নিতে হয়নি তাদের। রংপুর রাইডার্স ৩ বিদেশীকে দলে নিয়েছে এদিন আর বাকি ৬টি দল দু’জন করে বিদেশীকে নিয়েছে। আর একজন আইকনসহ মোট ৪ দেশী ক্রিকেটারকে রেখে দিতে পেরেছিল সবগুলো দল। প্লেয়ার্স ড্রাফটে ৫১ দেশী ক্রিকেটারকে নিয়েছে দলগুলো। এর মধ্যে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স ৮ জন করে এবং বাকি ৫টি ফ্র্যাঞ্চাইজি ৭ জন করে দলে টানে। প্লেয়ার্স ড্রাফটে সর্বাধিক ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করেছে কুমিল্লা ও রংপুর। খুলনা ২ কোটি ৫৪ লাখ, ঢাকা ও রাজশাহী ২ কোটি ৫২ লাখ টাকা করে ব্যয় করেছে। নবাগত সিলেট সিক্সার্সের খেলোয়াড় ক্রয়ের পেছনে ব্যয় দুই কোটি ৩৫ লাখ টাকা। সাত দলের মধ্যে সবচেয়ে কম খরচ করেছে চিটাগং ভাইকিংস, দুই কোটি ২০ লাখ টাকা মাত্র। সাতটি ফ্র্যাঞ্চাইজি দল সাজাতে মোট খরচ করেছে ১৭ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে দেশী ক্রিকেটারদের পেছনে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা, বিদেশীদের ক্ষেত্রে তা দুই কোটি ৭২ লাখ টাকা। অবশ্য মূল হিসাবটা পাওয়া গেলে এক্ষেত্রে অনেক পরিবর্তন হতে পারে। কারণ অধিকাংশ তারকা তবে সার্বিকভাবে দল গঠনে বেশ শক্তিশালী গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। তাদের দলে দেশী-বিদেশী মিলিয়ে তারকাদের আধিক্য রয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন আইকন হিসেবে গতবারের মতো এবারও। দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৫৫ লাখ টাকা পারিশ্রমিক তার। এছাড়া তামিম ইকবালকে এবার দলে ভিড়িয়ে বেশ শক্ত দল গড়েছে কুমিল্লাও। তিনি এ দলটির আইকন হিসেবে পাবেন ৫০ লাখ টাকা। এবার দলটি ছেড়ে রংপুরের আইকন হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রাজশাহী কিংসে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দলটির আইকন হিসেবে থাকছেন মুশফিকুর রহীম তারও পারিশ্রমিক ৫০ লাখ টাকা। নাসির হোসেন ও আইকন সাব্বির রহমান আছেন সিলেট সিক্সার্সে। আইকনদের মধ্যে সাব্বির ও চিটাগং ভাইকিংসের সৌম্য সরকারেরই পারিশ্রমিক সবচেয়ে কম। উভয়ের পারিশ্রমিক ৪০ লাখ টাকা করে। আর খুলনা টাইটান্সের আইকন মাহমুদুল্লাহ রিয়াদেরও পারিশ্রমিক ৫০ লাখ টাকা। সবগুলো দলের সুযোগ ছিল চারজন করে খেলোয়াড় ধরে রাখার। আগেভাগেই পছন্দ মতো সেই ৪ ক্রিকেটারকে দলে রেখে দিয়েছিল ৭ ফ্র্যাঞ্চাইজি। এক্ষেত্রে ঢাকা ডায়নামাইটস রেখে দেয় সাকিব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মেহেদি মারুফকে। দলটিতে আরও আছেন সাঙ্গাকারা, ওয়াটসন, আফ্রিদি, আমির, এভিন লুইস, কেভন কুপার, নারাইনরা। সবমিলিয়ে দারুণ একটি দল গড়েছে তারা। সেদিক থেকে এবারও একেবারে সাদামাটা দল গড়েছে চিটাগং। দেশীদের মধ্যে সৌম্য, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিষ রায় থাকলেও বিদেশী কোটাতে লুক রনকি, মিসবাহ-উল-হকই বড় তারকা। তবে ২০১৫ সালে প্রথমবার বিপিএলে এসেই চমকে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা এবার বেশ ভাল দল গড়েছে। গত বছর তারা ছিল পুরোপুরি ব্যর্থ। এবার মাশরাফিকে ছেড়ে দিলেও আইকন হিসেবে তামিমকে পেয়েছে। আর রেখে দিয়েছে ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। আর বিদেশীদের তালিকায় বেশ কয়েকজন তারকা আছেন। এর মধ্যে স্যামুয়েলস, ব্রাভো, বাটলার, হাসান আলী, এ্যাঞ্জেলো ম্যাথুস, কলিন মুনরো, ফখর জামান, শোয়েব মালিক, মোহাম্মদ নবি ও রশিদ খানেরা আছেন। খুলনা গত আসরে সাদামাটা দল নিয়েও চমক দেখিয়েছিল। এবার তারা আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়েছে। মাহমুদুল্লাহ. শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্তরা আছেন দেশীদের তালিকায়। আর বিদেশীদের তালিকায় আছেন জুনায়েদ খান, সরফরাজ, ডেভিড মালান, রাইলি রুশো, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস লিন ও চ্যাডউইক ওয়ালটনের মতো ক্রিকেটাররা। রাজশাহী কিংসে মুশফিক ছাড়াও মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজরা আছেন। আর বিদেশীদের তালিকায় লুক রাইট, কেসরিক উইলিয়ামস, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, মোহাম্মদ সামিরা দলকে সমৃদ্ধ করেছেন। রংপুর রাইডার্সে মাশরাফি যোগ দিয়েছেন। তিনি পেয়েছেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, আবদুর রাজ্জাককে। আর আন্তর্জাতিক তারকাদের মধ্যে সবচেয়ে ভয়ানক টি২০ ব্যাটসম্যান গেইল ছাড়াও আছেন রবি বোপারা, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা। নবাগত হিসেবে সিলেটের দলটাও বেশ গোছানো হয়েছে। সাব্বির, নাসির ছাড়াও আছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান ও শুভাগত হোম। বিদেশীদের মধ্যে আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, লিয়াম প্লাঙ্কেটরা আছেন। তবে এবার দল পাননি জুনায়েদ সিদ্দিকী, শামসুর রহমান শুভ, জুবায়ের হোসেন লিখনদের মতো দেশী তারকারা। দল গঠন হয়ে গেছে। এখন মাঠে গড়ানোর অপেক্ষা পঞ্চম বিপিএল আসরের। যার উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর সিলেটে অনুষ্ঠিত হবে।
×