ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৭০ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৪:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে ৭০ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৭০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও সামান্য কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৫০৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ১৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৫২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০, কমেছে ২৩০ এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইফাদ অটো, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক ও এবি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ উত্তবা ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি, গ্লোবাল হেভি কেমিক্যাল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক ও আরএন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ রিলায়েন্স ১ম মিউচুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, ফাস ফাইন্যান্স, রূপালী ব্যাংক, বিবিএস কেবল, প্রাইম টেক্স, কেডিএস এক্সেসরিজ, ঝিল বাংলা সুগার ও কনিনেন্টাল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৬১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২, কমেছে ১৬৮ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ব্য্ংাক, আইএফআইসি, উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
×