ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আস্তানায় ক্ষতিগ্রস্ত এক ভাড়াটিয়াকে র‌্যাবের এক লাখ টাকা প্রদান

মিরপুরের জঙ্গী আস্তানায় নিহত সাত জঙ্গীর লাশ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর

প্রকাশিত: ০৩:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

মিরপুরের জঙ্গী আস্তানায় নিহত সাত জঙ্গীর লাশ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ গত ৪ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম থানাধীন বর্ধনবাড়িতে আবিস্কৃত জঙ্গী আস্তানায় র্যা বের অভিযানে নিহত সাত জঙ্গীর লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলেই তাদের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। ওই আস্তানার চতুর্থ তলার ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াকে র্যা ব মহাপরিচালক বেনজীর আহমেদ এক লাখ টাকা প্রদান করেছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ঢাকা মেডিকলে কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। তিনি আরও জানান, সাতটি খুলি ও হাড় সমৃদ্ধ লাশগুলো দাফনের জন্য হস্তান্তর করা হয়। তবে লাশ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য আগেই আলামত সংগ্রহ করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের ডিউটি অফিসার মো. রুহুল আমিন জানান, লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। র্যা ব জানায়, অভিযানকালে আব্দুল্লাহ, তার দুই স্ত্রী নাসরিন ও ফাতেমা এবং দুই সন্তান ওসামা ও ওমর এবং আব্দুল্লাহর দুই সহযোগী রয়েছে। এ দু’জনের পরিচয় জানা যায়নি। এদিকে মঙ্গলবার র্যা ব মহাপরিচালক বেনজীর আহমেদ ওই আস্তানায় অভিযানকালে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া দলিল উদ্দিনকে এক লাখ টাকা দেন।
×