ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ২

প্রকাশিত: ০২:১১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীতে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ২

স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥ প্রাইভেট কারের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক সহ ২ জন নিহত ও একই পরিবারের অপর ৩ জন গুরুতর আহত হয়েছে । ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাসাইলস্থ পাসপোর্ট অফিসের সামনে মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে । জানাগেছে ভৈরব থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ-১১-৩৮৭৯ উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত মুখী ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহি বাস মৌলভীবাজার জ-০১৩৮ এর মুখোমুখি সংঘর্ষ ঘটে । প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক রিপন মিয়া (৩০) ,যাত্রী আমেনা বেগম (৫০) নিহত ও একই পরিবারের সোহেল (৪০), তার স্ত্রী আকলিমা (৩০) ও তাদের শিশু কন্যা ইভা (৪) গুরুতর আহত হয় ।আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । নরসিংদী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় জানান,গুরুতর আহত সোহেল মিয়া ,তার স্ত্রী ,কন্যা ও শ্বাশুরী নিয়ে ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল । পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেট কারটিকে বিপরীত মুখি একটি যাত্রী বাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার শ্বাশুরী আমেনা বেগম ও প্রাইভেট কার চালক রিপন মিয়া নিহত হয়। ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।
×