ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একশ মে.টন চাল জব্দ

লালপুরে চাল মজুদের অপরাধে ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

প্রকাশিত: ০১:২৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

লালপুরে চাল মজুদের অপরাধে ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

সংবাদদাতা,লালপুর ॥ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর অবৈধভাবে চাল মজুদের অপরাধে গোপালপুর বাজারের চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে (৫০) এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রেট মর্তুজা খান এর ভ্রাম্যমাণ আদালত। এসময় তার ৭টি গুদামে থাকা ১শ মে.টন (২হাজার বস্তা) চাল জব্দ করা হয়। চান্দু মিয়া গোপালপুর পৌর এলাকার আজিমুদ্দিনের পুত্র। জানাগেছে নাটোরের নির্বাহী মেজিস্ট্রেট মর্তুজা খান ও র্যা ব-৫ সিপিসি নাটোর-২ এর এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে মঙ্গলবার গোপালপুর বাজারের খুচরা চালের দোকান সুমন ট্রেডার্স অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় সুমন ট্রেডার্স এর মালিক চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে আটক করে তার ৭টি গুদামে থাকা ১শ মে.টন চাল জব্দ করে এবং ভ্রাম্যমাণ চান্দু মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে।
×