ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ৩দিনের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭

খাগড়াছড়িতে ৩দিনের সড়ক অবরোধ প্রত্যাহার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে জেলা সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির ডাকা ৩দিনের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে সংগঠনটির ডাকে গত সোমবার হরতাল পালিত হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বৃহষ্পতিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ হওয়ার কথা ছিল। এদিকে খাগড়াছড়িতে অবরোধচলাকালীন পিকেটারদের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের লোকজন গাড়িতে করে খাগড়াছড়ি আসার পথে চেঙ্গী স্কোয়ার এলাকায় অবরোধ আহ্বানকারীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এই ঘটনায় পরপরি জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। অপর দিকে একই সময় স্থানীয় জনপ্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও হরতাল-অবরোধের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি উপজেলা পরিষদ, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেল মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামছুল হক, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারশ্যান রতন কুমার শীল প্রমুখ। মুলক খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মণি তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই সংগঠন তৈরি ও হরতাল-অবরোধের মত কর্মসূচী দিচ্ছে বলে সম্মেলন থেকে অভিযোগ করা হয়।
×