ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুকুরটি ক্লাস ফাঁকি দেয় না

প্রকাশিত: ১৮:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭

কুকুরটি ক্লাস ফাঁকি দেয় না

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ক্লাসে একজন ব্যতিক্রমী ‘ছাত্রী’কে দেখা যায়। আর তা হলো একটি কুকুর। প্রতিদিন দেখা যায়, শিক্ষক ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে কুকুরটিও ঢুকে পড়ে। এরপর ক্লাসের একদম সামনে সে শিক্ষার্থীদের দিকে মুখ করে বসে পড়ে। পুরো ক্লাসে সে একই ভঙ্গিমায় বসে থাকে। কুকুরটির নাম লুনা। জানা গেছে, একটি ঘুর্ণিঝড়ে লুনা তার মনিবের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ওই বিশ্ববিদ্যালয়ের জেসিকা নামের এক ছাত্রী তাকে কুড়িয়ে পায়। এরপর থেকে সে জেসিকার সাথে বিশ্ববিদ্যালয়ে আসে। কিন্তু প্রতিদিন সে পলিটিক্যাল সায়েন্স ক্লাসে কেন ঢোকে সেই রহস্যের কিনারা হয়নি। মনোযোগী এই ‘ছাত্রীর’ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হলে তা লাখ লাখ মানুষ দেখে প্রশংসা করেছে। শেয়ার হয়েছে হাজার হাজার বার। এনডিটিভি
×