ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থগিত হচ্ছে আনু জায়গীরদার ও মশিউর রহমানের শেয়ার কেলেঙ্কারীর মামলা

প্রকাশিত: ০০:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

স্থগিত হচ্ছে আনু জায়গীরদার ও মশিউর রহমানের শেয়ার কেলেঙ্কারীর মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নথির অভাবে স্থগিত হতে যাচ্ছে প্রিমিয়াম সিকিউরিটিজ মামলার আসামী আনু জায়গীরদার এবং মশিউর রহমানের শেয়ার কেলেঙ্কারীর বিচারকাজ। উচ্চ-আদালতের নির্দেশে নথি পাঠানোর কারনে শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালে মামলাটির এ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। জানা গেছে, একই মামলার অপর দুই আসামী এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরীর প্রাপ্ত বেকসুর খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ-আদালতে আপিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যাতে এ মামলার নথি উচ্চ-আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনাল পাঠিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালটিতে মামলাটির বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান বলেন, প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় আপিলের কারণে মামলাটির নথি উচ্চ-আদালতে পাঠানো হয়েছে। কারণ ওখানেও মামলাটি পরিচালনার জন্য নথির প্রয়োজন। এমতাবস্থায় ট্রাইব্যুনালে নথির অভাবে মামলাটির বিচারকার্য বন্ধ হয়ে যাবে। গত ২৩ এপ্রিল শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরীরকে বেকুসর খালাসের রায় দেন। এরপরে বিএসইসি ওই রায়ের বিরুদ্ধে গত ৩১ মে উচ্চ-আদালতে আপিল করে। এ সংক্রান্ত একটি নির্দেশ শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালে এসেছে। জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর উচ্চ-আদালত থেকে আপিল সংক্রান্ত একটি নির্দেশ আসে ট্রাইব্যুনালে। একইসঙ্গে মামলার নথি প্রেরণের জন্য ট্রাইব্যুনালকে নির্দেশ দেয় উচ্চ-আদালত। যার আলোকে বৃহস্পতিবার পাঠানো হয়েছে। এ মামলার আসামিরা হলেন- প্রিমিয়াম সিকিউরিটিজসহ প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, পরিচালক সাঈদ এইচ চৌধুরী ও আনু জায়গীরদার এবং ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। তবে এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে আসামি মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারকাজ বন্ধ ছিল। যার কারনে শুধুমাত্র এম এ রউফ চৌধুরী, সাঈদ এইচ চৌধুরী ও প্রিমিয়াম সিকিউরিটিজের রায় হয়। এদিকে আনু জায়গীরদার এবং মশিউর রহমানের বিষয়ে চলতি বছরের ২ মে স্থগিতাদেশ শেষ হয়ে যায়। যাতে ট্রাইব্যুনালে এখন এই ২ জনের বিরুদ্ধে বিচারকাজ চলছে। এই মামলায় মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারকাজে দুই দফায় ৬ মাস করে এক বছরের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। প্রথমবার ২০১৬ সালের ১৭ এপ্রিল এ বিচারকাজে ৬ মাসের স্থগিতাদেশ দেওয়া হয়। স্থগিতাদেশের মেয়াদ শেষে ২৯ নভেম্বর দ্বিতীয়বারের মতো ৬ মাসের স্থগিতাদেশ দেন আদালত।
×