ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জার থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল সুবিধা বাদ দিল ফেসবুক

প্রকাশিত: ১৯:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

মেসেঞ্জার থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল সুবিধা বাদ দিল ফেসবুক

অনলাইন ডেস্ক ॥ মেসেঞ্জার থেকে নিজেদের তৈরি ইনস্ট্যান্ট আর্টিকেল ফরম্যাট সুবিধা বাদ দিয়েছে ফেসবুক। ফরম্যাটটির মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারকারীরা সাধারণ ফরম্যাটের তুলোনায় প্রায় ১০ গুণ দ্রুত তথ্য আর্টিকেল আকারে উপস্থাপন করতে পারত। অনলাইনে দ্রুত পেজ লোড করতেও পারে ইনস্ট্যান্ট। ২০১৫ সালে মোবাইল ব্যবহারকারীদের জন্য সহজে ফেসবুক নিউজ ফিডে তথ্য পোস্টের সুযোগ করে দিতে ফরম্যাটটি চালু করা হয়। পরে নিজেদের মেসেঞ্জার অ্যাপে এ সুযোগ চালু করে তারা। এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানান, নিজেদের অ্যাপে প্রকাশকদের তাৎক্ষণিক প্রবন্ধ সংশোধন সুবিধা দিতে ইনস্ট্যান্ট আর্টিকেল ফরম্যাটের মানোন্নয়নে বিনিয়োগ করছে ফেসবুক। আর তাই মেসেঞ্জার অ্যাপে ফরম্যাটটি ব্যবহারের সুযোগ মিলবে না। জানা গেছে, নিজেদের অ্যাপে ইনস্ট্যান্ট আর্টিকেলের সাহায্যে প্রকাশকদের অর্থের বিনিময়ে বিভিন্ন লেখা প্রকাশের সুযোগ দেবে ফেসবুক। চলতি বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করতে পারে তারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
×