ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯/১১ কাকতালীয় না অন্য কিছু?

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭

৯/১১ কাকতালীয় না অন্য কিছু?

৯/১১ মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর কালো দিন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটিতে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নারকীয় বিমান হামলা চালানো হয়। সেই থেকে দিনটি সারা বিশ্বে ৯/১১ নামে পরিচিত। ৯/১১ এর সঙ্গে মিল রয়েছে অনেক নাম ও তারিখের সংখ্যার যোগফল এবং বিভিন্ন ঘটনায়। এ মিলগুলো নিয়েই লিখেছেন- রাহুল শর্মা ইংরেজীতে নিউইয়র্ক সিটি শব্দটি লিখতে মোট ১১টি বর্ণ প্রয়োজন। ইংরেজীতে আফগানিস্তান শব্দটি লিখতেও একইভাবে ১১টি বর্ণ প্রয়োজন হয়। রামসিন ইউসেব নামের ভয়ঙ্কর সন্ত্রাসী; যে ১৯৯৩ সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধ্বংসের হুমকি দেয়। তার নাম ইংরেজীতে লিখলেও মোট ১১টি বর্ণ প্রয়োজন। একইভাবে জর্জ ডব্লিউ বুশ লিখলেও ১১টি বর্ণ প্রয়োজন। বিষয়টি খুবই কাকতালীয় বলেই আপাতত মনে হচ্ছে। কিন্তু যখন জানা যায়, নিউইয়র্ক সিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশ ক্রমতালিকার অন্তর্ভুক্ত ১১তম প্রদেশ তখন একটু অবাক হতেই হয়। উত্তর টাওয়ারে প্রথম আঘাতকারী বিমানে মোট যাত্রী সংখ্যা ছিল ৯২ জন (৯+২=১১)। দক্ষিণ টাওয়ারে আঘাত করা দ্বিতীয় বিমান যাত্রী সংখ্যা ছিল ৬৫ জন (৬+৫=১১)। যে সন্ত্রাসী হামলার কথা বলা হচ্ছে সেটি সংঘটিত হয়েছিল ১১ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ৯/১১ নামে পরিচিত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরী কলের নম্বর হচ্ছে ৯১১। খুব কাকতালীয়ভাবে এই সংখ্যাগুলোর যোগফল হয় ১১। (৯+১+১=১১)। ১১ সেপ্টেম্বরের সমগ্র সন্ত্রাসী হামলায় ছিনতাইকৃত বিমানগুলোর মোট যাত্রী সংখ্যা ছিল ২৫৪ জন। সংখ্যাগুলো যোগ করলেও ফল ১১ হয় (২+৫+৪=১১)। পঞ্জিকা অনুযায়ী ৩৬৫ দিনে এক বছর। সেই হিসেবে ১১ সেপ্টেম্বর হচ্ছে বছরের ২৫৪তম দিবস। দিবসটির সংখ্যাগুলোকে যোগ করলে ফল ১১ হয় (২+৫+৪=১১)। স্পেনের রাজধানী মাদ্রিদে ধারাবাহিকভাবে যে সন্ত্রাসী হামলা চালানো হয় তার তারিখ ছিল ০৩-১১-২০০৪। সংখ্যাগুলোকে যোগ করলেও ১১ হয় (৩+১+১+২+৪=১১)। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এর আগেও একবার সন্ত্রাসী হামলা হয়েছিল। সেবার ট্রেড সেন্টারের আন্ডার গ্রাউন্ড গাড়ি পার্কিং এরিয়াতে শক্তিশালী বোমা বিস্ফোরণে ট্রেড সেন্টারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রথম সন্ত্রাসী হামলার ঠিক ৯১১ দিন পর দ্বিতীয় হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। কাকতালীয়ভাবে হোক বা অন্য যেভাবেই হোক আবার ফিরে আসে সেই ৯১১, আবার মনে করিয়ে দেয় ৯/১১। হতে পারে সবই কাকতালীয়। যাঁরা কম্পিউটার ব্যবহার করেন তাঁরা একবার যাচাই করে দেখতে পারেন বিষয়টা কি আসলেই কাকতালীয় কিনা। যে বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রথম আঘাত করে সেটির ফ্লাইট নম্বর ছ৩৩ঘণ। মাইক্রোসফট ওয়ার্ল্ড ডকুমেন্ট খুলে নম্বরটি টাইট করুন। টাইট করা লেখাটির ফ্রন্ট সাইজ বদলে ৪৮ করুন। এবং সর্বশেষ ফ্রন্টটি বদলে ডরহমফরহমং- এ রূপান্তর করুন। মনিটরের পর্দায় অপ্রত্যাশিতভাবে যে সাংকেতিক চিহ্নগুলো ভেসে উঠবে তা দেখে নিজেই ভাবুন আসলে ব্যাপারটা কি?
×