ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবসম্পদ সূচকে ৭ ধাপ পেছালো বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

মানবসম্পদ সূচকে ৭ ধাপ পেছালো বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানবসম্পদ সূচকে ফের পেছালো বাংলাদেশ। গত বছরের তুলনায় ৭ ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য মতে, দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম।গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। বাংলাদেশ অর্জন করেছে ৫১.৭৫ পয়েন্ট। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার, শিক্ষিতের হার, শিক্ষার গুণগত মান, বৃত্তিমূলক শিক্ষা ও কাজ করতে গিয়ে শেখার হার, কর্মক্ষম মানুষের চাকরিতে নিয়োজিতের হার, বেকারত্বের হার, আংশিক বেকারত্ব, দীর্ঘমেয়াদি বেকারত্ব, দক্ষতা, শিশুদের কাজে নিয়োজিতের হার ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে, এ বছর মানবসম্পদ সূচকের সবার উপরে রয়েছে নরওয়ে। গত বছর দেশটির অবস্থান ছিল দ্বিতীয়। এবছর দ্বিতীয় অবস্থানে চলে গেছে গত বছর শীর্ষে থাকা ফিনল্যান্ড। এরপরেই রয়েছে সুইজারল্যান্ড। প্রতিবেদন অনুযায়ী, এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। তাদের অবস্থান ৭০-এ। এরপর নেপালের অবস্থান ৯৮- এ; ভারত ১০৩তম আর পাকিস্তান ১২৫তম।
×