ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ট্রলার ডুবি

প্রকাশিত: ০৩:১১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ট্রলার ডুবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় ২৬শ’ বস্তা চাল নিয়ে ‘রহি দুর্গাপুর’ নামে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে মাওয়ার কাছে পদ্মা সেতুর ৩নং পিলালের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সরজিৎ কুমার ঘোষ জানান, ফরিদপুরের সিএমভি ঘাট থেকে রহি দুর্গাপুর নামে একটি ট্রলার ২৬শ’ বস্তা চাল নিয়ে চাঁদ পুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি মাওয়া চৌরাস্তা বরাবর পদ্মা নদীতে নির্মাণাধীন ৩ নং পিলারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধক্কা খেলে ট্রলারটি পদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক ফরিদপুরের নগরবাড়ির আব্দুল খালেকসহ ৫ মাঝি মাল্লা সাতড়ে নদী তীরে উঠতে সক্ষম হলেও চালসহ ট্রলারটি হারিয়ে যায়। অনেক খোঁজা খোজি করেও সন্ধ্যা ৭ নাগাদ ট্রলারটির কোন সন্ধান মিলানো যায় নি।
×