ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রীমহল ভারত সরকারের একটি স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠির মাধ্যমে বাংলাদেশে চাল রফতানি বন্ধের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশে চালের কোন সঙ্কট নেই। প্রয়োজনীয় চাল মজুত রয়েছে। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। হাওড় এলাকায় পানি প্রবেশ এবং বন্যার কারনে যে ক্ষতি হয়েছে, চাল আমদানি করে তা পূরণ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন চাউল আমদানি হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রতিদিন ট্রাকে করে চাল আসছে। তিনি বলেন, ভারত চাল রফতানি করছে না এটি অসাধু ব্যবসায়ীদের অপ্রচার মাত্র। কিছু পত্র-পত্রিকায়ও এর উপর ভিত্তি করে এ সংবাদ প্রচার করা হয়েছে, যা সঠিক নয়। দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়া প্রয়োজন। ভারত সরকার চাল রফতানি বন্ধ করেনি বা এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহন করেনি। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমান চাল আমদানি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী চালের বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা চিঠির মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ধরনের স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠিতে বিভ্রান্ত হওয়ার কারন নেই। তোফায়েল আহমেদ বলেন, চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। খোলাবাজারে ন্যায়্য মূল্যে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে দেশের সাধারণ মানুষ এ চাল ক্রয় করতে পারবেন। চাল-এর অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিটি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অভিজান পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে যারা এ সব কাজ করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
×