ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার পল্লবীর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০২:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ঢাকার পল্লবীর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খালগুলোর উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চলছে। বৃহস্পতিবার পল্লবীর বাইশটেকি খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সকল খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কড়া নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার বিশাল জনবল নিয়ে বাইশটেকি খালের উপর গড়ে ওঠা ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। জলাবদ্ধতা দূরীকরণ ও খালসমূহের নাব্যতা রক্ষায় ঢাকার সকল খালসমূহের অবৈধ দখলদার ও স্থাপনাসমূহ চিহ্নিত করে উচ্ছেদ অভিযান অব্যহত রাখা হবে বলেও তিনি জানান। অভিযানে তিনি ছ্ড়াাও ঢাকা জেলার রেভেনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা, কেয়া দেবনাথ, শারমিন ইয়াসমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩০ জন সদস্য, পল্লবী থানার ওসি দাদন ফকির, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও ঢাকা জেলা প্রশাসনের ৫০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছিলেন।
×