ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর মান্দায় জালিয়াত চক্রের গ্রেফতার ২

প্রকাশিত: ০২:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁর মান্দায় জালিয়াত চক্রের গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি ডিগ্রি পাস পরীক্ষার খাতা জালিয়াত চক্রের দুই সদস্যকে লেখা উত্তরপত্রসহ প্রেফতার করেছে পুলিশ। এরা হলো, মান্দা উপজেলার পাঁঠাকাটা গ্রামের মোবারক হোসেনের ছেলে হুসেন আলী (২২) ও নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র মহল্লার জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান (২৫)। তাদের নিকট থেকে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ভুগোল পরীক্ষার ২২টি লেখা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় হুসেন আলীকে উপজেলার কুসুম্বা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার নিকটে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে চলতি ডিগ্রি পরীক্ষার চারটি লেখা উত্তরপত্র। তার দেয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার দুপুরে ফাঁদ পেতে এ চক্রের মুলহোতা মেহেদী হাসানকে নওগাঁ শহর থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আরো ১৮টি লেখা উত্তরপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হুসেন আলী জানায়, চক্রের মুলহোতা মেহেদীর দেয়া উত্তরপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়া ও পরে আবার সেটি ফেরত নিয়ে আসাই ছিল তার কাজ। এ জন্য প্রতি উত্তরপত্রে তাকে দেয়া হতো এক হাজার করে টাকা। এ চক্রের সহযোগী হিসেবে সে মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব লেখা উত্তরপত্র সরবরাহের কাজ করে আসছিল। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, আটক হুসেন আলীকে দিয়ে ফাঁদ পেতে এ চক্রের অন্যতম সদস্য মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের একটি টিম চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এই চক্রের সঙ্গে জড়িত শিক্ষা বিভাগের রাঘব-বোয়ালদের আইনের আওতায় নেয়া হবে বলেও জানান তিনি।
×