ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ক্ষমতাসীন দলের ২ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০০:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরে ক্ষমতাসীন দলের ২ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় ক্ষমতাসীন দলের দুই নেতা আসাদ্দুজ্জামান ভুট্টো ও আপন কবির ফিরোজ’র বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে সীমাহীন অত্যাচার, নির্যাতন ও জুলুম করার অভিযোগ উঠেছে। ওই দুই নেতা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারন মানুষের জমাজমি দখলসহ বিভিন্ন অপকর্ম ও অন্যায় অত্যাচার করারও অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে ঘোড়াঘাটের ওসমানপুর গ্রামের বাসিন্দা সাব্বির আলী খাঁন ক্ষমতাসীন দলের ওই দুই নেতার বিরুদ্ধে ভুমিদখল এবং নির্যাতন নিপিড়নের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন । সংবাদ সম্মেলনে সাব্বির আলী খাঁন সাংবাদিকদের জানান, ২০০৮ সালে ঘোড়াঘাটের চকবামুনিয়া বিশ্বনাথপুরসহ কয়েকটি মৌজার বিভিন্ন দাগে তার ২০ বিঘা জমি পৌর আঃ লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টো ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আপন কবীর ফিরোজের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে। গত কয়েক বছর ধরে ঘোড়াঘাট এলাকায় তারা নিরীহ মানুষের ভুমি দখল ও নির্যাতন নিপিড়ন চালাচ্ছে। ওই দুই নেতার ক্যাডার বাহিনীর অত্যাচারে এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের নিষ্ঠুর নির্যাতন ও জীবন হারানোর ভয়ে ওই বাহিনী বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পর্যন্ত করেনা। তিনি এই বিষয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করেও কোন সমাধান পাননি, বরং অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেড়েছে। তিনি বলেন, জানিনা আজ সংবাদ সম্মেলন করে ফিরে গিয়ে আমি বেঁচে থাকতে পারবো কিনা। তিনি জানান, আসাদুজ্জামান ভুট্টো ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আপন কবীর ফিরোজের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী উপজেলা স্যাটেলম্যান অফিসার আনন্দ মোহনের কাছে চাঁদা না পেয়ে প্রকাশ্যে তাকে নির্যাতন করে। মহসিন ও সুজা নামে দুই ব্যক্তির সাথে ওসমানপুর বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকাশ্যে ৫টি মোটর সাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এলাকার মজিদুল মাষ্টারের বউ তাদের বিরদ্ধে চাঁদাবাজীর মামলা করলে তাকেও নির্যাতন করা হয়। আশরাফ নামে এক ব্যক্তিকে নির্মমভাবে মেরে হাত-পা ভেঙ্গে দেয়া হয়। সাবেক ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামও তারা নির্যাতনে করেছে। এছাড়াও তারা অত্র এলাকার বহু মানুষকে নির্যাতন করে জমি দখল করে নিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ২০ বিঘা জমি ফিরে পেতে সরকারের সু-দৃষ্টি কামনা করেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী করেন।
×