ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় গলা কেঁটে মোটর সাইকেল ছিনতাই, আটক ২

প্রকাশিত: ২৩:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বরগুনায় গলা কেঁটে মোটর সাইকেল ছিনতাই, আটক ২

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া নামক স্থানে যাত্রী সেজে গলা কেঁটে সান্টু ঘরামীর মোটর সাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন সোলামান প্যাদা ওরফে রবিন ও বেলাল মিয়া নামের দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে। ঘটনা ঘটেছে বুধবার রাত দশটায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার রাত নয়টার দিকে আমতলী চৌরাস্তা থেকে তালতলী যাওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে সান্টু ঘরামীর মোটর সাইকেল ভাড়া করে। তালতলীর ছাতনপাড়া নামক স্থানে গেলে যাত্রী দুইদুর্বৃত্ত ধারালো ছুড়ি দিয়ে মোটর সাইকেল চালক সান্টুর গলার আঘাত করে। এতে সান্টু মোটর সাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। দুইদুর্বৃত্ত সোলায়মান প্যাদা (২৪) ও বেলাল মিয়া (২১) মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় সান্টুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তাদের ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন কড়াইবাড়িয়া বাজারে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মোটর সাইকেলসহ দুই দুর্বৃত্তকে গ্রেফতার করে। স্থানীয় লোকজন উদ্ধার করে সান্টুকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সংকটজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন সান্টুর দু’হাতের সকল আংগুল ও গলায় ধারালো ছুড়ির আঘাত রয়ছে। তালতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) গাজী ফজলুল হক বলেন মোটর সাইকেলসহ দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন এদের বাড়ী আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে। সোলায়মানের বাবার নাম সোবাহান ওরফে হাসেম প্যাদা ও বেলালের বাবার নাম হারুন মিয়া। তারা বর্তমানে নারায়নগঞ্জের ফতুল্লার ফারুক ঠিকাদারের বাড়ীর ভাড়াটিয়া।
×