ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

প্রকাশিত: ২২:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

অনলাইন রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচিত। পত্র-পত্রিকাসহ সোশ্যাল মিডিয়ায় নারী, শিশুসহ রোহিঙ্গাদের অমানবিক জীবনের ছবি প্রকাশিত হচ্ছে। যা দেখে অনেকেই শিউরে উঠছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নানা পেশার মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ ও মন্তব্য করছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের মানুষগুলোও এ নৃশংস হত্যা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করবেন বাংলাদেশে চলচ্চিত্র পরিবার। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করবেন বলে এমনটাই জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। মানবতার কল্যাণে সকলের উপস্থিতি জরুরি বলেও মনে করছেন তিনি। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টিতে সারা বিশ্ব শিউরে উঠেছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিবার রোহিঙ্গা নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতেই মানববন্ধন করবে। আশা করছি এ মানববন্ধনে সকলে উপস্থিত থেকে প্রতিবাদ জানাবেন।’
×