ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বর্জ্রপাত প্রতিরোধে নাটোরে ১২হাজার তালগাছের বীজ রোপন

প্রকাশিত: ২১:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বর্জ্রপাত প্রতিরোধে নাটোরে ১২হাজার তালগাছের বীজ রোপন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাকৃতিক দূর্যোগ বর্জ্রপাত প্রতিরোধে নাটোরে ১২হাজার তালগাছের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। নাটোর সদর উপজেলা পরিষদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং নাটোর-বগুড়া মহাসড়কের পাশে তালগাছের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে তালগাছের বীজ রোপন কর্মসূচী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ বর্জ্রপাতে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানি ঘটছে। এই দূর্যোগ মোকাবিলায় তালগাছ রোপনের বিকল্প নেই। কর্মসূচীতে উপজেলার চারটি বিদ্যালয়ের প্রায় ৫’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলার ৭টি ইউনিয়নে ১২হাজার চারা রোপন করা হবে।
×