ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে ইসি

প্রকাশিত: ১৯:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে ইসি

অনলাইন রিপোর্টার ॥ গ্রহণযোগ্য ও সুষ্ঠু একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ধরাবাহিকভাবে নির্বাচনী অংশীজনের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ, গণমাধ্যমের পর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন। এরই ধারবাহিকতায় আজ বেলা ১১টায় কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে ইসি। এ ছাড়া বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে ইসি। বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ সংলাপ করছে ইসি। সুশীল সমাজ, গণমাধ্যমের পর ধারাবাহিক রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। গত ৩১ জুলাই সুশীল সমাজ, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধি এবং ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি। রোডম্যাপ অনুযায়ী সংলাপ হচ্ছে।
×