ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে মাজারে হত্যা, অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে মাজারে হত্যা, অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের একটি মাজারে খাদেমসহ দুই নারীকে জবাই করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত তাইজুন খাতুনের ছেলে কফিলউদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করা অভিযোগটি বুধবার বিকাল সোয়া ৪টার সময় দেখিয়ে হত্যা মামলা হিসাবে গ্রহন রুজু করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৫ জনকে আটক করলেও মাজারের পুরুষ মাসুদ কোতয়াল (৫৫) এবং বাবু সরকারকে (২৫) গ্রেফতার করেছে। তবে হত্যার মূল সন্দেহভাজন পুরুষ খাদেম মাসুদ কোতয়ালের পুত্র আরিফকে (৩৩) গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশ রাতেই জানাজা শেষে খাদেম আমেনা বেগমকে গজারিয়া উপজেলার ঝাপটা গ্রামে এবং নারী তাইজুন খাতুনকে সদর উপজেলার বকচর গ্রামে দাফন করা হয়। এদিকে শহরের ভিটি শীলমন্দি মাজার এলাকায় এখন থম থমে অবস্থা বিরাজ করছে। মাজারটিতে কোন ভক্তকে দেখা যায়নি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন বলেছেন, হত্যার মূল কারণ উদঘাটন সম্ভব না হলেও অনেক অগ্রগতি রয়েছে। বুধবার সকালে শহরের ভিটি শীলমন্দিতে হযরত শাহ সোলায়মান লেংটার মাজার থেকে মাজারটির মহিলা খাদেম আমেনা বেগম (৬০) ও ভক্ত তাইজুন খাতুনের (৪৮) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
×