ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি, শ্রীপুরে ছাত্রলীগ ও বিএনপি সংঘর্ষ আহত ৫

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীকে কটূক্তি, শ্রীপুরে ছাত্রলীগ ও বিএনপি সংঘর্ষ আহত ৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রোহিঙ্গাদের ত্রাণ দেয়ায় ও তাদেরকে দেখতে যাওয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বুধবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ ও বিএনপি সমর্থিতদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া, পাল্টাধাওয়া হয়েছে। এতে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রমিকদলের সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারের একটি চা স্টলে বসে গোসিংগা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জালাল উদ্দিন শিকদার বুধবার লোকজনের সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক রোহিঙ্গাদের ত্রাণ দেয়া এবং রোহিঙ্গাদের দেখতে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর নিয়ে বাজে মন্তব্য করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেএম শাহরিয়ার শাকিল (২০) প্রতিবাদ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিত-া ও হাতাহাতি হয়। এসময় দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া, পাল্টাধাওয়া হয়। এর জের ধরে বিকেলে বিএনপি ও ছাত্রদলের ১৪/১৫ কর্মী-সমর্থক দা, লাঠি, চাপাতি নিয়ে ছাত্রলীগ নেতা শাকিলের ওপর হামলা চালায়। হামলাকারীরা শাকিলকে বাজার থেকে ধরে শীতলক্ষ্যা নদীর তীরের বালুচরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়। এতে শাকিল গুরুতর আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
×