ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়ম না মানায় কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২০ ট্রাক আটকে দিল পুলিশ

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নয়ম না মানায় কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২০ ট্রাক আটকে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যথাযথ নিয়ম না মানায় কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২০ ট্রাক আটকে দিয়েছে পুলিশ। বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রীগুলো বিতরণের জন্য উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে কক্সবাজারেই ত্রাণবাহী ট্রাকগুলো থামিয়ে দেয়া হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি টিম এ ত্রাণসামগ্রী নিয়ে কুতুপালংয়ের উদ্দেশে রওয়ানা দিচ্ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডাঃ জাহিদ হোসেন, মাহবুবুর রহমান শামীম, লুৎফুর রহমান কাজলসহ নেতৃবৃন্দ। কিন্তু যথা নিয়মে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে না এ অভিযোগে ট্রাকগুলো যেতে দেয়া হয়নি। রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে না পেরে ক্ষুব্ধ বিএনপি নেতৃবৃন্দ বলেন, আমরা এসেছিলাম অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে। সরকারের উচিত ছিল আমাদের স্বাগত জানানো। সে জায়গায় উল্টো তারা বাধা দিয়েছে। প্রশাসনের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করবেন না বলে তারা জানিয়ে দেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে একটি নিয়ম করা হয়েছে। কেননা, সেখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। সকলের মধ্যে যেন সমভাবে ত্রাণ বন্টন করা সম্ভব হয় সে জন্যই এ নিয়ম। কেউ ত্রাণ বিতরণ করতে চাইলে জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার সঙ্গে যোগাযোগ করতে হবে।
×