ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিন বছর ধরে বেঞ্চিতে

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৭

তিন বছর ধরে বেঞ্চিতে

লন্ডনের সড়কে বেঞ্চ পেতে তিন বছর ধরে বসবাস করছেন এক সোমালি মা ও তার সন্তান। এমনকি স্থানীয় কাউন্সিল থেকে তাদের দুই কক্ষের ফ্ল্যাট বরাদ্দ দেয়া হলেও তারা তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। ওয়ান্ডসওয়ার্থ কাউন্সিল তাদের পুনর্বাসন করতে বেশ চেষ্টা করেছে। দক্ষিণ-পূর্ব লন্ডনের টুটিং অঞ্চলে তাদের নামমাত্র ভাড়ায় ঝকঝকে বাসস্থানেরও প্রস্তাব দিয়েছিল। কিন্তু এতসব সত্ত্বেও তারা ফ্ল্যাটে উঠতে অনাগ্রহী। স্থানীয় সোমালিয়া সম্প্রদায়ের তরফেও এই মা-ছেলেকে একটি নিরাপদ আবাসনে উঠে যেতে বলা হয়েছে। ২০১৪ সাল থেকে তারা উদ্বাস্তুর জীবনযাপন বেছে নিয়েছেন। তখন টুটিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাদের উচ্ছেদ করা হয়। এর মধ্যে তাদের পরিবারের এক সদস্য দীর্ঘদিন হাসপাতালে থাকার পর মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, সেই শোক থেকেই তারা সরকারের দেয়া ফ্ল্যাটে ওঠার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। তবে এখন তারা স্থানীয় একটি পাবলিক লাইব্রেরির পেছনের সড়কে অবস্থান নিয়েছেন। ষাট বছরের বৃদ্ধ ওই মা সারাদিন রাস্তায় চলাচলরত মানুষের সঙ্গে কথা বলে সময় কাটান। আর তার বিশ বছরের সন্তান সারাক্ষণ বেঞ্চে বসে থাকে। কেবল রবিবার সে নিজের এমপি-থ্রি থেকে গান শোনে। ওয়ান্ডসওয়ার্থ কাউন্সিলের মুখপাত্র বলেন, আমাদের জন্য সত্যিই এটি খুব জটিল কাজ। তাদের যে প্রস্তাবই দিচ্ছি তারা তা নাকচ করে দিচ্ছে। এমনকি বিভিন্ন দাতব্য সংস্থা থেকেও তাদের নানা প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু কিছুতেই তাদের রাজি করানো যাচ্ছে না। আমরা এখন সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।- মেইল অনলাইন অবলম্বনে।
×