ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে চাল ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রকাশিত: ০২:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭

কেশবপুরে চাল ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ মঙ্গলবার সন্ধ্যার পর কেশবপুর শহরে এক চাল ব্যবসায়ীর ঘরে ঢুকে ছুরি ঠেকিয়ে ছিনতাইকারীরা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। চারিপাশি লোকজনের মধ্য থেকে এভাবে ক্রেতা সেজে টাকা ছিনতায়ের ঘটনায় ব্যবসায়িরা আতংকগ্রস্থ হয়ে পড়েছে। খোজ নিয়ে জানা গেছে কেশবপুর শহরের গম পট্রির চাল ব্যবসায় অগ্রনী ট্রেডার্সের মালিক উত্তম কুমার সাহা রাত আটটা দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা গুনছিলেন। এ সময় অচেনা দুই যুবক এসে চাল কিনবেন বলে দরদাম করতে থাকে। চাল নিতে তারা ভ্যানগাড়ীও ডাকতে যাচ্ছেন বলতে বলতে উত্তম কুমার সাহার পেটে ছুরি ঠেকিয়ে ধরে ৬০ হাজার টাকা নিয়ে চলে যায়। উত্তম কুমার সাহা বলেন, ছুরি দেখানোর পরে আমি ভয়ে কোন প্রতিবাদ করতে পারিনি। কাউকে চিনতে পারেননি জানিয়ে তিনি জানান, থানায় অভিযোগ করবেন। এ ব্যপারে কেশবপুর থানার ওসি এস এম অনোয়ার হোসেন বলেন, ঘটানটি আমি শুনেছি। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা দেখবো।
×