ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০১:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ এলজিইডি'র উন্নয়ন প্রকল্পের কাজে নিয়োজিত নারী শ্রমিকেরা তাদের মুজুরি বৃদ্ধির দাবিতে বুধবার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছেন, প্রকল্পের মাধ্যমে এসব নারী শ্রমিদের বেতন দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে তাদের বেতন বৃদ্ধি সম্ভব। জেলার হরিপুর, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও সদর উপজেলাসহ ৫টি উপজেলার ৫৩টি ইউনিয়নে এলজিডির আওতায় আরইআরএমপি প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও হাট-বাজার ভাঙ্গন রোধে মাটি ভরাট ও ছোট ছোট সংস্কারের কাজে দৈনিক মজুরি ১৫০ টাকা হারে চুক্তিভিক্তিক ৫৩০ জন নারী শ্রমিক কাজ করে আসছে। সদর উপজেলার নারগুন ইউনিয়নের এ প্রকল্পের আওতায় কর্মরত নারী শ্রমিক সখিনা বেগম, রাশেদা খাতুন, জরিনাসহ বেশ কয়েকজন জানান, আমরা এলজিইডির মাধ্যমে নিয়মিত কাজ করছি ঠিকই কিন্তু দৈনিক হাজিরা ১৫০ টাকা মুজুরি দিয়ে কী হয় ? এক কেজি চালের দামই তো ৫০ টাকা। অন্যান্য খরচ করতে গেলে ঋণ করতে হয়। প্রকল্পের বাইরে কাজ করলে নারী শ্রমিকরা দৈনিক মুজুরি পায় ২৫০/৩০০ টাকা। সেই তুলনায় আমাদের মজুরি নেই বলেই চলে। মজুরি বাড়াতে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। মজুরি বাড়ানো হলে আমরা একটু ভালভাবে চলতে পারবো। জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তথ্য মতে, জেলার ৫৩টি ইউনিয়নে ১০ জন করে নারী শ্রমিক কর্মরত রয়েছে। দুযোর্গে যেসব রাস্তাঘাট ভেঙ্গে যায় তাৎক্ষণিকভাবে ঠিক করতে তারা নিয়োজিত হয়। চলতি অর্থ বছরে জেলার ৫টি উপজেলায় ৫৩০ জন নারী শ্রমিক কাজ করছে। এই অর্থ বছরে চার বছর পূর্ণ হলে প্রকল্পের মেয়াদ শেষ হবে। তখন আবার নতুন করে শ্রমিক নিয়োগের কথা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জানান, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে আমরা শ্রমিক নিয়োগ করি। মুজুরি তারাই নির্ধারণ করেন। তবে প্রকল্পের আওতায় শ্রমিকরা কাজ করলে তাদের বেকার থাকার সম্ভাবনা কম। আর এর বাইরে কাজ করলে একদিন করে অন্যদিন বসে থাকে। সেই তুলনায় ভাল। তাদের মজুরি নিয়ে যে অভিযোগ সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরের জানাবো।
×