ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আশ্রয় নেওয়া ২৬ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ২৩:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

বাঁশখালীতে আশ্রয় নেওয়া ২৬ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ মায়ানমারের আরকান বাহীনির হামলা ও নির্যাতনে প্রান বাচাঁতে রোহিঙ্গারা মায়ানমার বাংলাদেশ সীমান্তে দিয়ে ডুকে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়।এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ী ও সমতল এলাকায় রোহিঙ্গারা অবস্হান নিয়েছে।রোহিঙ্গাদের নিবন্ধনের লক্ষে বাঁশখালী থানা পুলিশ তাদের অবস্হান নির্ণয় করে শরনার্থী শিবিরে পৌঁছানোর লক্ষ্যে আটক ও শুরু করেছে। আজ বুধবার থানা পুলিশ ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন বলেন, বাঁশখালীতে অনুপ্রবেশ কারী রোহিঙ্গা শরনার্থীদের অবস্হান নির্ণয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগীতা চাওয়া হয়েছে।সরকারের নির্দেশনা মতে আটক রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পাঠানো হবে।তাছাড়া বাঁশখালীর বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের অবস্হান চিহ্নিত করে তাদের কে ও শরনার্থী ক্যাম্পে পাটানো হবে বলে ও তিনি জানান। স্হানীয় সূত্রে জানা যায়,উপজেলার পুইছুড়ি, ছনুয়া, চাম্বল, শেখেরখীল, শীলকূপ, জলদী পৌরসদর, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে অবস্হান নিয়েছেন বলে স্হানীয়রা জানান।তবে মানবিক দিক দিয়ে বিভেচনা করে অনেকেই আশ্রয় ও খাবার দিয়ে যাচ্ছেন।তবে সরকারী নির্দেশনা মতে রোহিঙ্গাদের নিবন্ধন ব্যাতিত এলাকায় অনুপ্রবেশ আইনত অপরাদ বলে ও স্হানীয় অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন। এ দিকে রোহিঙ্গা শরনার্থীদের অচিরেই ক্যাম্পে পৌছে দিয়ে নিবন্ধন করা না হলে অর্থ অভাবে তারা দেশের বিভিন্ন অপরাধ কর্মকান্ডে সাথে জড়িয়ে পড়বেন বলে ও মত দিয়েছেন স্হানীয়রা।তাছাড়া থানা পুলিশের অভিযানে আটক ২৬ রোহিঙ্গা শরনার্থীকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌছে দেওয়া হবে বলেও থানা পুলিশ জানায়।
×