ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যালয়ের জমি দখল করে মাছ চাষ

প্রকাশিত: ২১:০১, ১৩ সেপ্টেম্বর ২০১৭

বিদ্যালয়ের জমি দখল করে মাছ চাষ

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলার আলীরবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জোড়পূর্বক দখল করে প্রভাবশালী জহিরুল ইসলাম খান মাছ চাষ করছে। এতে ভাঙ্গন হুমকিতে পরেছে বিদ্যালয়ের ভবন। ভবনটি যেকোন মুহুর্তে ধসে পরার আশঙ্কা করছে বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকরা। স্থানীয় সুত্রে জানাগেছে, ১৯৪২ সালে উপজেলার আলীর বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। ওই বিদ্যালয়ে জমির পরিমান ১৩০ শতাংশ। এর মধ্যে ৫২ শতাংশ সরকারী খাস খতিয়ানভূক্ত এবং স্থানীয় আবদুর রশিদ খাঁন ৭৮ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। ওই জমির ২৯ শতাংশে বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ রয়েছে। ৭৮ শতাংশ বিদ্যালয়ের পশ্চিম পাশে এবং ২৩ শতাংশ বিদ্যালয়ের পিছনে । ২০০৭ সালে বিদ্যালয়ের পশ্চিম পাশের ৭৮ শতাংশ জমিতে স্থানীয় প্রভাবশালী জহিরুল ইসলাম খান জোড়পূর্বক দখল করে ঘের কেটে মাছ চাষ শুরু করে। ২০১২ সালে বিদ্যালয়ের পিছনের সরকারী জমিতে একটি পুকুর খনন করে তাতেও মাছ চাষ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বাঁধা দিলেও কোন কাজে আসছে না। এতে বিদ্যালয়ের মূল ভবনের পশ্চিম পাশের পিলার ঘেরে ভেঙ্গে যাচ্ছে। পিছনের অংশে পুকুর খনন করায় বিদ্যালয়ের পিছনের অংশ ভেঙ্গে গেছে। এতে ভাঙ্গন হুমকিতে পরেছে বিদ্যালয়। ঘেরে পানি বেশী হওয়ায় শিশুরা খেলতে গিয়ে ঘের ও পুকুরে পড়ে যাওয়ার আতঙ্কে রয়েছে শিক্ষক ও অভিভাবকরা। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হয়েছে। দখলবাজ জহিরুল ইসলাম খান ঘেরে মাছ চাষ বন্ধ করে বিদ্যালয়ে জমি ফেরত দিচ্ছে না। ২০১৬ সালে তৎকালিন ইউএনও মোঃ ইসরাইল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের জমি পরিমাপ করে সীমানা পিলার দিয়ে দেয়। কিছুদিন পরে ওই সীমানা পিলার দখলবাজ জহিরুল ইসলাম খান উঠিয়ে ফেলে। আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিদ্যালয় ঘেষে মাছ চাষের জন্য ঘের করায় বিদ্যালয় ভাঙ্গন হুমকিতে রয়েছে। বিদ্যালয়ের ভবনের পশ্চিম পাশের পিলার ঘেরের মধ্যে রয়েছে। ঘের ভেঙ্গে বিদ্যালয় ছুয়ে ফেলেছে। ঘেরের অপর পাশে আমতলী-তালতলী সড়ক ভেঙ্গে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন মোবারক ডাকুয়া বলেন বিদ্যালয়ের ৭৮ শতাংশ জমি জহিরুল ইসলাম খান দখল করে মাছের ঘের করেছে। ঘের ভাঙ্গনের ফলে যেকোন সময় বিদ্যালয় ভবনের পিলার ধসে পরতে পারে ভবনটি। দখলবাজ জহিরুল ইসলাম খান বিদ্যালয় ভাঙ্গনের কথা স্বীকার করে বলেন শুকনো মৌসুমে ভাঙ্গন রোধে ঘেরের চারপাশে মাটি দেয়া হবে। বিদ্যালয় ব্যবস্থাপানা কমিটির সভাপতি হাফিজুল হক শিকদার বলেন, জহিরুল ইসলাম খান জোড়পূর্বক বিদ্যালয়ের জমি দখল করে মাছের ঘের করেছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন বলেন উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা অফিসারকে বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×