ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেওয়ানি আদালতের কার্যবিধি সংশোধনী বিল পাস

প্রকাশিত: ০৭:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭

দেওয়ানি আদালতের কার্যবিধি সংশোধনী বিল পাস

সংসদ রিপোর্টার ॥ লিগ্যাল এইড অফিসারের কাছে আদালতের মামলা পাঠানোর বিধান যুক্ত করে দেওয়ানি আদালতের কার্যবিধি সংশোধনী বিল পাস করেছে সংসদ। সংসদের ১৭তম অধিবেশনে মঙ্গলবার এ বিধান যুক্ত করে আনীত ‘কোড অব সিভিল প্রসিডিউর (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৭’ কণ্ঠভোটে পাস হয়। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাস করার প্রস্তাব করেন। এর আগে বিলের ওপর বিরোধী দলের সংসদ সদস্যদের আনীত সংশোধনী ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ পদ্ধতি নিষ্পত্তির মাধ্যমে চলমান কোন মামলা নিষ্পত্তির আইন থাকলেও বিদ্যমান দেওয়ানি আইনে এই লিগ্যাল এইড অফিসারদের কাছে মামলা পাঠানোর সুযোগ নেই। তাই আইনগত সহায়তা দেয়ার আইন বলে লিগ্যাল অফিসার নিয়োজিত থাকলেও তারা এ বিষয়ে আইনগতভাবে কিছু করতে পারেন না। এ কারণে দেওয়ানি আদালত থেকে লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা পাঠানোর বিধান যুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে এই বিলে। এতে বিচারপ্রার্থী পক্ষরা মধ্যস্থতা বা সালিশের পদ্ধতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিজেদের মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তি করতে চাইলে আদালত মামলাটি লিগ্যাল এইড অফিসরের সহযোগিতার জন্য তাদের কাছে পাঠাতে পারবেন।
×