ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধী কোন দলকে নিবন্ধন না দেয়ার সুপারিশ খেলাফত মজলিসের

প্রকাশিত: ০৫:২৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

স্বাধীনতাবিরোধী কোন দলকে নিবন্ধন না দেয়ার সুপারিশ খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার ॥ ইসির সঙ্গে সংলাপে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ অস্থায়ী সরকার এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে তারা ধর্ম এবং স্বাধীনতা বিরোধী কোন রাজনৈতিক দলকে নিবন্ধন না দিতে সুপারিশ করেছে। ধর্মীয় বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোন আইন না করার পরামর্শও দেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। এছাড়াও সংলাপে মোট ১৫ দফা সুপারিশমালা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় একাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ খেলাফত মজলিস। আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সংলাপ কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় অন্য চার কমিশনার এবং ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে ১৫ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। এতে ধর্ম ও স্বাধীনতাবিরোধী কোন দল বা শক্তিকে নিবন্ধন না দেয়া এবং নিবন্ধনের ক্ষেত্রে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বা বিরোধপূর্ণ কোন আইন এবং শর্তারোপ না করার কথা বলা হয়েছে। খেলাফত মজলিসের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী কার্যক্রম শুরুর দিন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ইসির অধীনে আনা, নির্বাচনের সাতদিন আগে থেকে নির্বাচনের ৭২ ঘণ্টা পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা, কালো টাকার প্রভাবমুক্ত করা, ব্যক্তিগত সব ধরনের প্রচার বন্ধ করে ইসির পক্ষ থেকে প্রচারের ব্যবস্থা করা, প্রচারের টাকা প্রার্থীদের কাছ থেকে নেয়া। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত সব মামলা ইসির মাধ্যমে ছয়মাসের মধ্যে মীমাংসা করা, পূর্বের সীমানায় নির্বাচন করা, নির্বাচন সংক্রান্ত সব আইন বাংলা ও সহজবোধ্য করা, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতাবিরোধীদের ইসিতে নিবন্ধনের সুযোগ না দেয়া, নিবন্ধনের ক্ষেত্রে ধর্মের সঙ্গে কোন সাংঘর্ষিক আইন করা বা শর্ত না দেয়া, নির্বাচনকালীন সময় সব অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমা নেয়া, অনলাইনে মনোনয়নের ব্যবস্থা করা, নির্বাচনের খবর প্রচারে মিডিয়ায় কোন বাধা না দেয়া, প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও প্রবাসীদের ভোটার করা, একই পোস্টারে সব প্রার্থীর পরিচয় ও প্রতীক; একই মঞ্চে প্রার্থীদের বিতর্কের আয়োজন করা। এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য একজন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করারও সুপারিশ করা হয়েছে দলটির পক্ষ থেকে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেসব সুপারিশ খেলাফত মজলিসের পক্ষ থেকে করা হয়েছে এরমধ্যে যেগুলো ইসির এখতিয়ারভুক্ত নয়, তাও সরকারকে অনুরোধপত্রের মাধ্যমে বিবেচনার জন্য পাঠাতে বলছে তারা। তবে সংলাপ শেষে একীভূত সুপারিশ পর্যালোচনা করে সরকারের কাছে উপস্থাপনযোগ্য প্রস্তাবগুলো আমরা সরকারের কাছে পাঠাব। এদিকে বিকেলে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপের সূচী থাকলেও দলটির চেয়ারম্যান ও মহাসচিব অসুস্থ থাকায় সংলাপ অনুষ্ঠিত হয়নি। দলটির পক্ষ থেকে আগেই এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেয়া হয়েছে। তবে দলটির পক্ষ থেকে পরে সুবিধানজক সময়ে সংলাপের সূচী পুনঃনির্ধারণের আবেদন জানানো হয়েছে। দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, আমি অসুস্থ, অনেক নেতা হজে রয়েছেন। মহাসচিবসহ অনেকে কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় ব্যস্ত। এ অবস্থায় সংলাপের জন্য নতুন সময় দেয়ার আহ্বান জানানো হয়েছে। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। মঙ্গলবার পর্যন্ত তারা নিবন্ধিত ৪০ রাজনৈতিক দলের মধ্যে ৮টি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। অক্টোবরের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে এবং অন্য সংস্থাগুলোর সঙ্গে সংলাপ সম্পন্ন করার কথা রয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তাদের সূচী অনুযায়ী ১৬ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। অপর দিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপ করতে ১২ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর সংলাপে বসবে। তবে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে এসব দলের সঙ্গে সংলাপে সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হলেও এখনও চূড়ান্ত করা হয়নি। দ্রুত তা চূড়ান্ত করে সংলাপে বসার জন্য দলগুলোর কাছে চিঠি পাঠানো হবে বলে তারা উল্লেখ করেছেন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। দল দুটির মধ্যে বেলা ১১টায় ২০ দলীয় জোটের শরীক কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসছে তারা। এছাড়া ওইদিন বিকেলে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের সময়সূচী নির্ধারিত রয়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
×