ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী কূটনীতিকরা আজ কক্সবাজার যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

বিদেশী কূটনীতিকরা আজ কক্সবাজার যাচ্ছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিকরা আজ বুধবার কক্সবাজার যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে তারা সেখানে যাচ্ছেন। কূটনীতিকরা রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। সূত্র জানায়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই দুই দফায় বিদেশী কূটনীতিকদের ব্রিফিং করেছে সরকার। সে সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে। তবে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, বিদেশী কূটনীতিকদের রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে পেলে প্রকৃত অবস্থা তারা জানতে পারবেন। রোহিঙ্গাদের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করলে এই সমস্যা সমাধানে তারা দ্রুত এগিয়ে আসবেন। সে কারণেই আজ বুধবার কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশী কূটনীতিকদের। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ইতোমধ্যেই গণমাধ্যমকে জানিয়েছেন, রোহিঙ্গাদের পরিস্থিতি দেখানোর জন্য বুধবার কূটনীতিকদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে। ঢাকার বিদেশী মিশন থেকে যেসব প্রতিনিধিরা সেখানে যেতে আগ্রহী, তাদের সবাইকে নিয়ে যাওয়া হবে। এর আগে গত সপ্তাহে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভোসুগলু কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি জানতে ঢাকা সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেতনো মারসুদি। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের এ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জর্জ অকোথ উবু মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনিও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এরপর আগামী শুক্রবার তিনি রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য থাইল্যান্ড যাবেন। যেখানে জাতিসংঘের মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
×