ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফনিক্স ফাইন্যান্সের ২শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৪:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ফনিক্স ফাইন্যান্সের ২শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬১১তম সভায় বন্ডের অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্র জানিয়েছে, বন্ডটির নাম হবে ফনিক্স ফাইন্যান্স নন-কনভার্টেবল রিডিমেবল ফ্লোট কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। এর মেয়াদ হবে ৭ বছর। আর এর রেট হবে ৬ মাসের এফডিআরের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। তবে এটি সর্বনিম্ন সাড়ে ৭ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ পর্যন্ত। উল্লেখ, এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেষে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ। কোম্পানির মোট শেয়ারের ৩৫.৭১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। -অর্থনৈতিক রিপোর্টার
×