ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পেলেন ডু প্লেসিস

প্রকাশিত: ১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০১৭

তিন ফরম্যাটেই  অধিনায়কত্ব পেলেন ডু প্লেসিস

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বেশ কোমর বেঁধেই নেমেছে ডু প্লেসিসরা। না হয় এতদিন পর টেস্ট দলে এ বি ডি ভিলিয়ার্সই বা কেন ফিরবেন। শুধু ভিলিয়ার্সের ফেরাই না এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তিন ফরমেটেই তাদের একজন অধিনায়ক নির্বাচন করে ফেলেছে। সব ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফাফ ডু প্লেসিসকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ডু প্লেসিস। বাকি ছিল কেবল ওয়ানডে। সম্প্রতি ওয়ানডে থেকে ভিলিয়ার্স অধিনায়কত্ব ছেড়ে দিলে সেই ভারটাও দেয়া হল প্লেসিসের কাঁধে। ডু প্লেসিস প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ১৪টি টেস্টে এবং টি-টোয়েন্টিতে দায়িত্বে ছিলেন ৩২ ম্যাচে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুসারে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন প্লেসিস। প্রোটিয়া এই ক্রিকেটার ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি দল এবং গত বছরের আগস্ট থেকে টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তিন ফরম্যাটের পুরো অধিনায়কের ভারটা শুরু করবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে। এ মাসের শেষেই তিন ম্যাচের ওয়ানডেসহ দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চারটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।
×