ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পায়ে গন্ধ ॥ জানাবে রোবট কুকুর

প্রকাশিত: ১৮:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৭

পায়ে গন্ধ ॥ জানাবে রোবট কুকুর

অনলাইন ডেস্ক ॥ জাপানের নেক্সট টেকনোলজি নামক একটি প্রতিষ্ঠান একটা রোবট কুকুর উদ্ভাবন করেছে, যার দৈর্ঘ্যে ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি)। এই কুকুরটি পা শুঁকে বলে দিবে পায়ে গন্ধ আছে কি না। এ কুকুরটির নাকে গন্ধ শনাক্তকারী সেন্সর সংযুক্ত করা হয়েছে। আর সেই সাথে গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারও স্প্রে করতে পারে কুকুরটি। কারো পায়ে গন্ধ শনাক্ত করতে পারলে ঘেউ ঘেউ শুরু করে কুকুরটি। আর গন্ধটা যদি অসহ্য রকম হয়, তাহলে চার পা ছড়িয়ে অজ্ঞান হওয়ার ভান করে এটি। আগামী বছরের শুরুর দিকে তাদের রোবট কুকুরটি বাজারজাতের পরিকল্পনা করেছে নেক্সট টেকনোলজি। আকারে ছোট হলেও দাম কিন্তু কম না কুকুরটির। আগ্রহী ব্যক্তিদের এই কুকুর পেতে গুনতে হবে ৯ হাজার ২৮০ মার্কিন ডলার।
×