ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার 'ফেসবুক সাংবাদিকতা প্রকল্প'

প্রকাশিত: ১৯:১২, ২৪ আগস্ট ২০১৭

এবার 'ফেসবুক সাংবাদিকতা প্রকল্প'

অনলাইন ডেস্ক ॥ 'ফেসবুক সাংবাদিকতা প্রকল্প' নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। তার দাবি, সংবাদকর্মীদের সঙ্গে যারা সত্য উদঘাটনে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য নতুন প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পটি অনেকটা ইনস্ট্যান্ট আর্টিকেল ও টুলসের মতো যার মাধ্যমে সাংবাদিকরা তাদের সংশ্লিষ্ট সংবাদটি দ্রুত গ্রাহকদের পৌঁছে দিতে পারবেন। ফেসবুকের দাবি, সংবাদসংস্থাগুলোর গ্রাহক সংখ্যা বাড়াতেই তারা নতুন এ প্রকল্পটি হাতে নিয়েছে। মানুষ ফেসবুকে যে নিউজটি দেখবে তার জন্য ব্যয়কৃত অর্থ সোজা চলে যাবে সংশ্লিষ্ট সংবাদ সংস্থাটির কাছে। ফেসবুক সেখান থেকে কোনো অর্থ কেটে রাখবে না। আমেরিকার ও ইউরোপের কয়েকজন প্রকাশকের সঙ্গে প্রকল্পটি শুরু করছে ফেসবুক। এ বছরের শেষে প্রকল্পটি নিয়ে পর্যালোচনা করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
×