ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে অসন্তুষ্ট পাকিস্তান

প্রকাশিত: ১৮:৫৩, ২৪ আগস্ট ২০১৭

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে অসন্তুষ্ট পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে অসন্তুষ্ট পাকিস্তান। এবার সেই মন্তব্য নিয়ে বিস্তারিত আলেচনার জন্য বিশেষ পার্লামেন্টরি সেশন ডাকলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চিফ ইমরান খান। সেদেশের একটি সংবাদপত্র এ খবরটি প্রকাশ করেছে। ইমরান বলেছেন, আমাদের একত্রিত হওয়া দরকার। আমেরিকাকে এনিয়ে একটি বার্তাও পাঠাতে হবে। নিজেদের ব্যার্থতার দোষ আমেরিকা পাকিস্তানের উপর চাপিয়ে দিতে পারে না। আমেরিকার অভিযোগের বিরুদ্ধে একত্রিত পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ও পররাষ্ট্রমন্ত্রী খায়াজা আসিফ এখনও পর্যন্ত ট্রাম্পের মন্তব্যের কোনও জবাব দেননি। তবে ইমরান খান আব্বাসিকে একটি কড়া বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি অভিযোগ তুলেছেন, আমেরিকা ভারতের তারিফ করছে। কিন্তু পাকিস্তানের পরিশ্রমকে কোনও কৃতিত্ব দিচ্ছে না। আমেরিকা যা আর্থিক সাহায্য দিয়েছিল, তার থেকে পাকিস্তান আরও বেশি ত্যাগ করেছে। আফগানিস্তানের সীমান্ত থেকেই পাকিস্তানে সন্ত্রাসবাদের উত্পত্তি। আমেরিকা যে আফগানিস্তানে যা চলছে তা নিয়ন্ত্রণ করতে পারেনি, এতে পাকিস্তানের কোনও দোষ নেই।
×