ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার অচল করা হবে ॥ ট্রাম্পের হুমকিতে নিন্দা

প্রকাশিত: ১৮:০৮, ২৪ আগস্ট ২০১৭

সরকার অচল করা হবে ॥ ট্রাম্পের হুমকিতে নিন্দা

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ব্যয় নির্বাহে প্রয়োজনে সরকার বন্ধ করে দেওয়া হবে বলে যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নিন্দা জানিয়েছেন কয়েকজন শীর্ষ রিপাবলিকান। কংগ্রেসে শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন, ‘আমি মনে করি না, সরকার অচল করে দেওয়ায় কারো আগ্রহ আছে।’ বুধবার অরেগনের হিলসবোরোতে ইনটেলের একটি ফ্যাক্টরি পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের রুখতে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের প্রয়োজন আছে। কিন্তু সীমান্ত নিরাপত্তা ও সরকার অচল করার মধ্যে যেকোনো একটি পছন্দ করে নেওয়ার যুক্তি নেই। মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরিতে কংগ্রেস অর্থ দিতে রাজি না হলে সরকার অচল করে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি সীমান্তে প্রাচীর নির্মাণ করবেন। ট্রাম্পের এই প্রতিশ্রুতি পূরণে অর্থের জোগান দিতে বেকায়দায় পড়েছে কংগ্রেস। ঋণের বোঝা কমিয়ে আনতে রিপাবলিকান আইনপ্রণেতারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, ট্রাম্পের একগুঁয়েমি তাতে বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, সীমান্ত প্রাচীরর তৈরির ব্যয় বহন করবে মেক্সিকো। কিন্তু তারা তা অস্বীকার করে। এরপর ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণে কংগ্রেসের ওপর চাপ বাড়াতে থাকেন। কিন্তু অনেক রিপাবলিকান আইনপ্রণেতার মধ্যে এখনো প্রশ্ন রয়েছে, এই প্রাচীর নির্মাণের আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। তাদের অনেকে ট্রাম্পের নতুন হুমকির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।
×