ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলার মাঠে মেলা নয়

প্রকাশিত: ০৫:৫৬, ২৪ আগস্ট ২০১৭

খেলার মাঠে মেলা নয়

খেলা এবং মেলা দুটিই মানুষের পছন্দের মাধ্যম। খেলা যেমন স্বাস্থ্যের জন্য, মেলা তেমন বিনোদনের জন্য। খেলা শিশুদের বেড়ে ওঠার অন্যতম মাধ্যম। খেলা মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। এজন্য মাঠের প্রতিবন্ধকতার প্রশ্নই আসে না। খেলা বন্ধ করলে শিশু ও যুবকদের শারীরিক বিকাশে আঘাত আসে। আজকের শিশুরাই আগামী দিনের খেলোয়াড়। যারা বিশ্ব কাঁপিয়ে বাংলাদেশকে উঁচু স্থানে নিয়ে যাবে। তাদের প্রতি অন্যায় করার প্রশ্নই আসে না। এ জন্য মাঠে মেলা বসানো যাবে না। মাঠে মেলা বসানোর অনুমতি দেয়া যাবে না। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর হতে হবে। তাই বলে মেলাকে অবহেলা করছি না। মেলা বসবে শুধু দু’একদিনের জন্য হলে। দীর্ঘদিনের জন্য হলে নয়। তবে দীর্ঘদিনের জন্য মেলা বসাতে চাইলে পরিত্যক্ত জায়গাকে পরিচ্ছন্ন করে আয়োজন করতে হবে। ডিমলা, নীলফামারী থেকে
×