ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেঘনা-গোমতী সেতুর টোল বিলম্বে ৩০ কি.মি. যানজট

প্রকাশিত: ০০:১৫, ২৩ আগস্ট ২০১৭

মেঘনা-গোমতী সেতুর টোল বিলম্বে ৩০ কি.মি. যানজট

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে ঢাকাগামী প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকাল পর্যন্ত টোলপ্লাজা থেকে যানজট কুমিল্লার মাধাইয়া পর্যন্ত ছাড়িয়ে যায়। পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে টোল আদায়ে বিলম্বের কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে বলে যানবাহনের চালক ও যাত্রী সাধারণের অভিযোগ। জানা যায়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত এ মহাসড়কে যানবাহনের চলাচল বৃদ্ধি পায় এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। গভীর রাত থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা ছাড়াও দাউদকান্দি অংশের গোমতী সেতুর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের গজারিয়াসহ থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত তীব্র আকার যানজট চলছে। রাতে মেঘনা-গোমতী সেতুর উপর যাএীবাহী বাস বিকল হয়ে মাঝ পথে আটকে যায়। যার ফলে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের যাত্রী আছমা আক্তার তিথি জানান, ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি সেতু পাড় হতে ৪ ঘন্টা সময় লেগেছে। ট্র্যাক চালক আলআমিন মিয়া জানান, পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে টোল আদায়ে বিলম্বের কারণে এ যানজট সৃষ্টি। টোল প্লাজায় ওজন স্কেলের টোল দ্রত আদায় না করলে আসন্ন ঈদুল উল আযহার ছুটির সময় যানজট আরও বৃদ্ধি পেয়ে যাএীদের ভোগান্তি বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্ঠরা জানান, এ যানজটের ফলে শত শত বাস, কোরবানী ঈদের গরু বাহী ট্রাক, কাভারভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার মহাসড়কে আটকে থাকায় যাএী আর চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, ওজন স্কেলে ও টোল আদায়ে বিলম্বের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে, তাই এ যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরশনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানার পুলিশ।
×