ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইন সচিবের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:০৭, ২৩ আগস্ট ২০১৭

আইন সচিবের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার ॥ আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। মঙ্গলবার দুপুরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপীল করলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানি শেষে আট সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে হাইকোর্ট আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেন। সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদের্শের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের আদেশের পর আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মেঃ জহিরুল হকের দায়িত্ব পালনে বাধা নেই। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পাওয়া জহিরুল হকের ৭ অগাস্ট অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা থাকলেও তার আগের দিন তাকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার। তার ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদন করেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ-উজ জামান। ওই রিটের ওপর শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের বেঞ্চ গত ৮ অগাস্ট রুল জারি করে। জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (প্রশাসন-১) রুলের জবাব দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষ ওই রুলের জবাব দেয়ার জন্য দুই দফা সময় নেয়ার পর মঙ্গলবার সকালে আবারও সময়ের আবেদন করলে আদালত নতুন করে সময় না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে দেয়। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে দুপুরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। রিটকারীপক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। আইন সচিবের পক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×